খরচ দৈনিক ৯ টাকারও কম! পড়ুয়াদের জন্য ধামাকা প্ল্যান চালু করল BSNL

BSNL Student Recharge Plan with Less than 9 rupees daily

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের কচিকাঁচা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পড়ুয়াদের লেখাপড়ায় যাতে কোনও রকম কমতি না থাকে, সেজন্য নানা নামে একাধিক স্কলারশিপ চালু করেছে সরকার। সেই সূত্র ধরেই শিশু দিবসের দিন পড়ুয়াদের জন্য একটি ধামাকা রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে দেশের সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL (BSNL Student Recharge Plan)। জানলে অবাক হতে হয়, দৈনিক মাত্র 9 টাকারও কম খরচে এই প্লানে থাকছে আনলিমিটেড কল, ইন্টারনেট, দৈনিক SMS এর মতো গুরুত্বপূর্ণ সব সুবিধা।

পড়ুয়াদের কথা ভেবে নতুন প্ল্যান আনল BSNL

শিশু দিবসের দিন, দেশের পড়ুয়ারের জন্য নতুন প্ল্যান চালু করেই ভারত সঞ্চার নিগম লিমিটেড জানিয়ে দিয়েছে, পড়ুয়ারা মাত্র 251 টাকার বিনিময়ে আমাদের একটি প্ল্যান রিচার্জ করতে পারবেন। যার বৈধতা থাকবে 28 দিন। আর এই দীর্ঘ সময়ের মধ্যে 100 GB অর্থাৎ প্রতিদিন 2GB র বেশি ডেটা, আনলিমিটেড কল, দৈনিক 100 SMS এর সুবিধা পাওয়া যাবে। তবে এত কম খরচে পড়ুয়াদের জন্য বিশেষ প্ল্যান চালু করলেও তার সময়সীমা বেঁধে দিয়েছে সংস্থাটি।

সারা বছর পাওয়া যাবে না এই প্ল্যান

শিশু, মূলত পড়ুয়াদের জন্য 251 টাকার বিশেষ প্ল্যান চালু করে সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, 251 টাকা অর্থাৎ দৈনিক 8 টাকা 96 পয়সা মানে 9 টাকারও কম খরচের রিচার্জ প্ল্যানটি আগামী 14 ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকবে। অর্থাৎ গত 14 নভেম্বর চালু হয়ে আগামী 14 ডিসেম্বর অর্থাৎ একমাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এই প্ল্যান রিচার্জের সময়সীমা। এর অর্থ, 13 ডিসেম্বরের পর এই প্ল্যানটি আর রিচার্জ করা যাবে না।

অবশ্যই পড়ুন: শাড়ি পছন্দ হয়নি বলাই কাল হল! বিয়ের কয়েক ঘন্টা আগে হবু স্ত্রীকে খুন করে পালাল পত্র

 

বলা বাহুল্য, ভারত সঞ্চার নিগম লিমিটেডের তরফে পড়ুয়াদের জন্য বিশেষ রিচার্জ প্ল্যানটি চালু করার পাশাপাশি জানানো হয়েছে, এই রিচার্জ প্ল্যান মূলত পড়ুয়াদের কথা চিন্তা করে তৈরি। লেখাপড়ার ক্ষেত্রে ইন্টারনেটের প্রয়োজন পরে সবসময়। তাই যদি পড়ুয়াদের পড়াশোনায় সুবিধা হয় সেজন্যই এই প্ল্যান আনা হয়েছে। সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থার এই প্ল্যানটি bsnl.co.in ওয়েবসাইট থেকেই রিচার্জ করা যাবে। তাছাড়াও এই প্ল্যান সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য পেতে BSNL এর এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে ঢু মারতে পারেন।

Leave a Comment