খরচ ৩.২৫ লক্ষ কোটি, ফ্রান্সের থেকে ১১৪টি রাফাল কিনছে ভারত

India Defence Deal

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের আকাশ প্রতিরক্ষা শক্তি মজবুত করার জন্য এবার বিরাট সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। হ্যাঁ, বায়ুসেনার জন্য আরও ১১৪টি আর রাফাল যুদ্ধবিমান কেনার ছাড়পত্র পেল নয়াদিল্লি (India Defence Deal)। প্রতিরক্ষা মন্ত্রকের আওতায় ডিফেন্স প্রোকিউরমেন্ট বোর্ড এই প্রস্তাবে সম্মতি দিয়েছে। আর এটিকে বহু প্রতিক্ষিত চুক্তির মাধ্যমে বড় মাইলফলক হিসেবেই ধরা হচ্ছে।

ডিএসি-র টেবিলের রাফালের প্রস্তাব

জানা গিয়েছে, ডিপিবির অনুমোদনের পর এবার এই প্রস্তাব পেশ করা হবে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের সামনে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে ডিএসি যদি সবুজ সংকেত দেয়, তাহলে পরবর্তী ধাপে দাম সংক্রান্ত আলোচনা শুরু হবে বলে জানানো হয়েছে। আর সবশেষে চুক্তির চূড়ান্ত অনুমোদন দেবে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি। প্রতিরক্ষা দফতর সূত্রে খবর, আগামী ফেব্রুয়ারি মাসেই প্রধানমন্ত্রী মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর সম্ভাব্য বৈঠকের মাধ্যমে এই রাফাল চুক্তি চূড়ান্ত হতে পারে।

উল্লেখ্য, অতিরিক্ত রাফাল কেনার পেছনে অন্যতম বড় কারণ হল ভারতীয় বায়ুসেনায় ক্রমশ স্কোয়াড্রন শক্তি হ্রাস পাওয়া। বর্তমানে বায়ুসেনার হাতে মাত্র ২৯টি ফাইটার স্কোয়াড্রন রয়েছে, যেখানে অনুমোদিত সংখ্যা ৪২.৫। আর বিশেষজ্ঞদের মতে, চিন এবং পাকিস্তানের মতো দুই সন্ত্রাসের দেশের মোকাবিলাতে এই সংখ্যা যথেষ্ট নয়। এমনকি পরিস্থিতি আরও জটিল হয়েছে গত বছর মিগ-২১ যুদ্ধবিমান অবসর নেওয়ার পর।

আরও পড়ুন: শীর্ষে আমেরিকা, শক্তিশালী সেনাবাহিনীর নিরিখে পাকিস্তানকে টেক্কা তুরস্কের! কত নম্বরে ভারত?

এদিকে নতুন এই রাফাল চুক্তিতে মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীর জন্য ২৪টি রাফাল-এম কেনার চুক্তি হয়েছে, যা ভবিষ্যতে বড় চুক্তির মধ্যে একটি হিসেবে কাজ করছে। এছাড়াও প্রতিরক্ষা শিল্পে ফরাসি সংস্থা দাসোঁ অ্যাভিয়েশনের সঙ্গে সহযোগিতা বাড়ছে এবং টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে হায়দ্রাবাদে রাফাল বিমানের ফিউজলাজ তৈরির কাজ শুরু হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা।

Leave a Comment