সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যজুড়ে শেষ হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR in Bengal)। গত বৃহস্পতিবার এনুমারেশন ফর্ম আপলোডের প্রক্রিয়াও সম্পন্ন করেছে বুথ লেভেল অফিসার বা বিএলওরা। হ্যাঁ, বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম সংগ্রহ করে তা নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টালে আপলোড করেছে তাঁরা। আর আগামী ১৬ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেই তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছে আমজনতা। তাই আপনার নামও তালিকায় রয়েছে কিনা তা কীভাবে জানবেন? এর জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে অনলাইন এবং অফলাইন দু’টি পদ্ধতিই চালু করা হয়েছে। যে কোনও একটি পদ্ধতিতে আপনি নিজের নাম ভোটার তালিকায় দেখতে পাবেন।
অনলাইনে কীভাবে চেক করবেন?
খসড়া ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কিনা তা অনলাইনে চেক করার জন্য আপনাকে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (eci.gov.in) ভিজিট করতে হবে। পাশাপাশি আপনি পশ্চিমবঙ্গ সরকারের সিইও দফতরের অফিসিয়াল ওয়েবসাইট (ceowestbengal.wb.gov.in) ভিজিট করতে পারেন। কিংবা মোবাইলে ই-সাইনেট অ্যাপ ডাউনলোড করে নিজের নাম এবং এপিক নম্বর দিতে হবে। সেখানে আপনি জানতে পারবেন খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা। এর পাশাপাশি সংশ্লিষ্ট ভোটারের জেলা নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইট ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেখান থেকেও চেক করে নেওয়া যাবে।
অফলাইনে কীভাবে চেক করবেন?
আপনার এলাকায় যে বুথ লেভেল অফিসার (বিএলও) ছিল, তাঁর কাছেই খসড়া ভোটার তালিকার হার্ডকপি দেওয়া হবে। ভোটাররা নিজের নাম সেই তালিকায় রয়েছে কিনা তা খুব সহজে বিএলও-র কাছে গিয়ে জানতে পারবে। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটারদের সুবিধার্থে খসড়া তালিকা প্রকাশের পর বুথে বুথে গিয়ে বসতে হবে বিএলও-দের। এর পাশাপাশি রাজ্যের আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও খসড়া ভোটার তালিকার সফট কপি দেবে নির্বাচন দফতর। শুধু তাই নয়, জেলাস্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের কাছেও এই ভোটার তালিকার হার্ড কপি থাকবে।
আরও পড়ুন: সবথেকে সুরক্ষিত ফোন ব্যবহার করেন প্রধানমন্ত্রী মোদী, নাম আর দাম জানেন?
আর নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, খসড়া তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তা নিয়ে একটি তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে হবে ১৫ জানুয়ারির মধ্যেই। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে এবং পুনরায় আবার হেয়ারিং এর জন্য ডাকা হবে। সেক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন করে আবারও নতুন তালিকায় নাম তোলা হবে। তবে সেই প্রক্রিয়া চলবে ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।