খসড়া ভোটার তালিকায় নাম খুঁজবেন কীভাবে? রইল অনলাইন এবং অফলাইন প্রসেস তথ্য

SIR In Bengal

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে SIR আবহে (SIR In Bengal) গত ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার এনুমারেশন ফর্মের কাজ শেষ হয়েছে। এবার পালা খসড়া ভোটার তালিকা প্রকাশ পাওয়ার। আগামীকাল অর্থাৎ ১৬ ডিসেম্বর নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে। এই তালিকায় কাদের নাম থাকবে, কাদের নাম বাদ যাবে, তা নিয়ে তীব্র জল্পনা চলছে। এর মধ্যেই আজ সোমবার বুথ লেভেল আধিকারিক অর্থাৎ বিএলওদের কাছে পৌঁছে গেল খসড়া তালিকা। জানা যাচ্ছে, বিএলওদের কাছে থাকা নির্দিষ্ট অ্যাপে সেই খসড়া তালিকা দেখা যাচ্ছে। যদিও সেটা সাধারণের জন্য নয়, কিন্তু তাঁরাও আগামীকাল অনলাইন ও অফলাইন- দুই পদ্ধতিতেই খসড়া ভোটার তালিকায় নাম দেখতে পাবেন।

অফলাইনে কীভাবে চেক করবেন নাম?

রিপোর্ট মোতাবেক আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ১২টা নাগাদ বাংলার ভোটার তালিকার খসড়া কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে পারে। একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি কমিশনের তরফে নেওয়া হচ্ছে। শেষ মুহূর্তে কোথাও যাতে কোনও সমস্যা না হয়, তাও ঝালিয়ে নেবেন আধিকারিকরা। জানা যাচ্ছে দুপুরের পরেই বিডিও অফিসে খসড়া তালিকা পৌঁছে যাবে। সেখান থেকে তালিকায় নাম আছে কিনা তা জেনে নিতে পারবেন ভোটাররা। এছাড়াও সংশ্লিষ্ট বিএলওদের কাছ থেকেও তালিকা থাকবে। অর্থাৎ অফলাইনে দুইভাবেই খসরা তালিকা যাচাই করা যাবে।

অনলাইনে নাম চেক করার উপায়

অনলাইনে নাম চেক করার জন্য কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট- https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ -এ ক্লিক করে তালিকা দেখা যাবে। পাশাপাশি অ্যাপ থেকেও খুব সহজেই নাম আছে কিনা তা জেনে নেওয়ার সুযোগ রয়েছে। কমিশন সূত্রে খবর, এজন্য মোবাইলে ডাউনলোড করতে হবে ECINET অ্যাপ। কমিশনের নির্দেশনামার পরেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে ভোটার তালিকায় খসড়া তালিকায় নাম না থাকলে কী করণীয়? এক্ষেত্রে নতুন করে নাম তোলার জন্যে আবেদন করতে হবে। এজন্য ফর্ম ৬ পূরণ করে অ্যানেক্সার-৪ এর সঙ্গে জমা করতে হবে। এছাড়াও বুথ লেভেল আধিকারিকের কাছে বা অনলাইনের মাধ্যমেও আবেদন করা যাবে। যদি তালিকায় কারোর নাম নিয়ে সন্দেহ হয়, তাহলে তাঁদের ডাকা হবে শুনানির জন্য।

আরও পড়ুন: টোটো রেজিস্ট্রেশন নিয়ে বড় সুখবর দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার

প্রসঙ্গত, নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া তালিকা থেকে কাদের নাম বাদ পড়েছে, তা নিয়েও পৃথক তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনে জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত। সে সব অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা, বিতর্কের নিষ্পত্তি করা, প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা এবং আলোচনার সাপেক্ষে সন্দেহ দূর করার কাজ ERO-রা করবেন ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সব শেষে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

Leave a Comment