খাঁচা ভেঙে পালাল চিতাবাঘ! মাথায় হাত বনকর্মীদের, আতঙ্ক ছড়াল ফালাকাটার গ্রামে

Falakata

প্রীতি পোদ্দার, ফালাকাটা: ফের চিতাবাঘ আতঙ্ক ফালাকাটায় (Falakata)! বন দপ্তরের পাতা খাঁচায় ধরা দিয়েও খাঁচা ভেঙে পালিয়ে গেল চিতাবাঘ! ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে খাউচাঁদপাড়া গ্রামে। এমন ঘটনা আগে কখনও হয়েছে কি না মনে করতে পারছেন না বনকর্মীরা। এদিকে চিতা বাঘের আতঙ্কে চা বাগানের কাজ করা নিয়ে ভয় ভীতি ছিল শ্রমিকদের মধ্যে। ইতিপূর্বে বেশ কয়েকবার বাঘ ধরা পরলেও ফের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চিতাবাঘের হানায় আতঙ্কিত এলাকাবাসী

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, ফালাকাটার খাউচাঁদপাড়া গ্রামে এক চা বাগানে এক মাস আগে থেকে এক চিতাবাঘের দাপটে আতঙ্ক দেখা গিয়েছে এলাকা জুড়ে। দুর্গাপুজোর আগেই স্থানীয় একজন এই চিতাবাঘের আক্রমণে জখম হন বলে জানা যায়। এছাড়া এলাকায় অনেকেরই গবাদি প্রাণী এই চিতাবাঘের হানায় জখম হয়েছে। শেষপর্যন্ত এই ভয়ংকর সমস্যার মুখে পড়ে জলদাপাড়া বন দপ্তরে খবর পাঠানো হয়। গত ২ অক্টোবর এলাকায় বন দপ্তর বাঘ ধরতে খাঁচা পাতে। কিন্তু টানা ১৬ দিন ধরে ওই খাঁচায় ঢোকেনি চিতাবাঘ। আশপাশ দিয়ে সে চলে গিয়েছে। শেষমেশ গতকাল অর্থাৎ শুক্রবার গভীর রাতে খাঁচার মধ্যে চিতাবাঘ ঢোকে এবং বন্দী হয়। কিন্তু আতঙ্কের মুহূর্ত কাটল না। খাঁচার একাংশ ভেঙে দৌঁড়ে পালিয়ে যায় চিতাবাঘটি।

ফের পাতা হল নতুন খাঁচা

এদিকে খাঁচায় বাঘ ধরা পড়ার খবর পেতেই আজ সকালে উদ্ধার করতে আসে বনদপ্তরের কর্মীরা। কিন্তু আচমকাই খাচা ভেঙ্গে চা বাগানে পালিয়ে যায় চিতা বাঘটি। মাথায় হাত পড়ে সকলের। যদিও এদিন চিতাবাঘটি যেদিকে পালিয়েছে সেদিকে কেউ না থাকায় বড় কোনও অঘটন ঘটেনি৷ কিন্তু ফের স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। যদিও জলদাপাড়া বন দপ্তরের তরফে জানানো হয়েছে, এদিন ফের সেখানে নতুন খাঁচা পাতা হবে। এবং স্থানীয়দেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: ‘ছোবল মারতে সময় লাগবে না!’ চুঁচুড়ায় তুঙ্গে তৃণমূলের দ্বন্দ্ব, রচনার বানে কাহিল অসিত

এর আগে বেশ কয়েক মাস আগে ডুয়ার্সের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের তরফে হলদিবাড়ি চা বাগানের ডিবিআইটি অফিস সংলগ্ন এলাকায় খাঁচা বন্দী করা হয়েছিল চিতাবাঘকে। সেই ঘটনায় বেশ কয়েকদিন থেকেই এলাকায় চিতা বাঘের উপদ্রব লক্ষ্য করছিল বাসিন্দারা। প্রায় মাঝেমধ্যেই ছাগল, মুরগি তুলে নিয়ে যাচ্ছিল চিতাবাঘ। রীতিমতো আতঙ্ক ছড়িয়েছিল চা বাগানে। শেষে বন দপ্তরের সহায়তায় খাঁচা বন্দী হয় এই ভয়ংকর প্রাণী।

Leave a Comment