প্রীতি পোদ্দার, কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে বিস্ফোরক ভিডিও পোস্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উল্লেখ্য, আজই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে শেষ শাসকদলের ছাত্র পরিষদের মেগা-সমাবেশ। তাই তার আয়োজনে মেয়ো রোডে এই মুহুর্তে সাজো সাজো রব। প্রতি বছর এই সমাবেশ নিয়ে নানা রকম প্রত্যাশা করে থাকেন কর্মীরা, এবারেও তার ব্যতিক্রম হয়নি। দূর দূরান্ত থেকে দলীয় সদস্যরা ছুটে আসে এই সভা দেখতে। তাই তাঁদের জন্য দলের তরফে থাকা খবর নানা ব্যবস্থা করা হয়। এমতাবস্থায় তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে যোগ দিতে উত্তরবঙ্গের যে ছাত্ররা এসেছেন তাদের ‘শৌচালয়ের জলে ভেজানো খাবার’ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ভিডিও পোস্ট শুভেন্দু অধিকারীর
বৃহস্পতিবার সকাল থেকেই তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ সভায় ধীরে ধীরে জমছে ভিড়। গান্ধী মূর্তির পাদদেশে মূল মঞ্চ, প্যান্ডেল চলে গিয়েছে পার্কস্ট্রিট অবধি। এ বছর মঞ্চের আকার অন্য বারের থেকে অনেকটাই বড় রাখা হয়েছে। সামনের বছর ভোটের কথা মাথায় রেখে TMCP-র মেগা ইভেন্টে বাঙালি অস্মিতায় জোর দেওয়া হয়েছে। তাই গোটা চত্বর ’বাংলা এবং বাঙালির অপমান মানছি না‘ লেখা পোস্টার, ব্যানারে ছয়লাপ হয়ে গিয়েছে। আর এই সাজো সাজো রবের মাঝেই গতকাল রাতে বোমা ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল অর্থাৎ বুধবার, রাতে তাঁর ফেসবুক প্রোফাইল থেকে ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখানো হচ্ছে, তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে যোগ দেওয়া উত্তরবঙ্গের ছাত্রদের জন্য নোংরা ভাবে খাবার তৈরি করা হচ্ছে।
মুখ খুললেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি
শুভেন্দু অধিকারীর পোস্ট করা সেই ভিডিওতে একজন বলছেন, ‘উপরে ট্যাঙ্কের পাইপের জল ভাতে পড়ছে, ইডেন গার্ডেন্সে। নোংরা ভাত।’ ওই ভিডিয়োতে আরও শোনা যাচ্ছে কেউ একজন বলেছেন, ‘দাদা এই ভাত খাওয়া যাবে না তো? মাথার উপর থেকে টয়লেটের জল পড়ছে।’ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি India Hood। আর এই ভিডিও পোস্ট হওয়া মাত্রই ব্যাপক ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এই ভিডিও নিয়ে নানা সমালোচনা করেন। এই পরিস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বিরোধী দলনেতার এই অভিযোগ নিয়ে পাল্টা মন্তব্য করেন। তিনি বলেন, ‘শুভেন্দুর ভিডিয়োতে একজন বলছেন তাঁরা ইডেনে রয়েছেন কিন্তু সেখানে আমাদের কোনও সমর্থক নেই। আমাদের কর্মী–সমর্থকরা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রয়েছেন। উনি সম্পূর্ণ ভুল ভিডিয়ো পোস্ট করেছেন।’
আরও পড়ুন: ভাতা বেড়ে ৫ হাজার! চুক্তিভিত্তিক গ্রুপ-ডি কর্মীদের সুখবর শোনাল নবান্ন
উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর পোস্ট করা এই ভাইরাল ভিডিও নিয়ে বিরোধী দলনেতা খোদ ফেসবুকে দাবি করেছেন যে, ‘এই সব ছবি, ভিডিয়ো আপনাদের (তৃণমূল) লোকেরা আমাকে পাঠিয়ে দেয়।’ কিন্তু শাসকদলের তরফে দাবি করা হচ্ছে যে উত্তরবঙ্গ থেকে মঙ্গলবার রাতেই টিএমসিপির কর্মী–সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছিল ঠিকই কিন্তু এদের অধিকাংশ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রয়েছেন। তাই হতাশার কারণে শুভেন্দু অধিকারী এই ধরণের ভিডিও পোস্ট করেছেন।