সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত দেওয়া হয় বিনামূল্যে মিড ডে মিল (Mid Day Meal)। তবে দীর্ঘদিন ধরে মিড ডে মিলের খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছে। হ্যাঁ, স্কুলের মিড ডে মিলের খাবারের ভিতরেই কখনও টিকটিকি, কখনও সাপ ইত্যাদি পড়ার অভিযোগ উঠছে। আর এবার রাজ্য সরকারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মিড ডে মিল জালিয়াতির অভিযোগেই সরব হল পদ্ম শিবির।
খাবারের ভিতরেই টিকটিকি, সাপ
সম্প্রতি রাজ্যের বিরোধী দলের তরফ থেকে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, কখনও মিড ডে মিলের ডালের বালতির ভিতরে সাপ ঢুকে যাচ্ছে। আবার কখনও মিড ডে মিলের চালের ভিতরেই মরা টিকটিকি, ইদুর ইত্যাদি মেলার অভিযোগ উঠছে। পাশাপাশি খিচুড়ির ভেতরেও দেখা যাচ্ছে মরা টিকটিকি। আর এইসব খাবার যদি শিশুদেরকে খাওয়ানো হয়, তাহলে তাদের শরীরের অবস্থা কী হবে কখনও ভেবে দেখেছেন?
এদিকে তারা এও দাবি করছে যে, স্কুলগুলিতে মিড ডে মিলের টাকা নিয়েই জালিয়াতি হচ্ছে। গুসটিয়া ক্ষেত্রমোহন হাইস্কুলের এক উদাহরণ টেনে তাদের দাবি, ওই স্কুলে পড়ুয়ার সংখ্যা ১২০০। তবে মিড ডে মিল রান্না হয় মাত্র ৭০০ পড়ুয়ার জন্য। সবথেকে বড় ব্যাপার, স্কুলের প্রধান শিক্ষক নরেশচন্দ্র বাবুর কাছে রান্নাঘরের চাবি থাকে। তিনি ছুটিতে থাকায় মিড ডে মিল বন্ধ গত মঙ্গলবার থেকে। ফলে ছাত্রছাত্রীরা না খেয়েই বাড়ি যাচ্ছে।
⚠️100 CRORE scam ⚠️
Of Mid Day meals central fund under MAMATA Raj
Officers steal mid day meals money , while rats and lizards are found in food 🍛
Trinamool has sunk so low that even the children of Bengal are not being spared.
Bengalis are asking @MamataOfficial… pic.twitter.com/FLGJ7fgE5z
— BJP West Bengal (@BJP4Bengal) November 2, 2025
এদিকে সবথেকে বড় ব্যাপার, গত বছরের ছয় মাসে ১৬ কোটির বেশি অতিরিক্ত মিড ডে মিলের রিপোর্ট দেখিয়ে ১০০ কোটি টাকার বেশি হাতিয়েছে রাজ্য সরকার। হ্যাঁ, সরাসরি রাজ্যের শাসক দলকেই এই জালিয়াতির জন্য কাঠগড়ায় তুলছে বিজেপি। এমনকি কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেওয়ার জয়েন্ট মিশনের রিপোর্ট এই বিস্ফোরক তথ্য উঠে এসেছে বলেও দাবি করা হয়।
আরও পড়ুনঃ তামিলনাড়ুতে কাজে গিয়ে মৃত্যু পূর্ব বর্ধমানের পরিযায়ী শ্রমিকের! SIR-কে দায়ী করল পরিবার
বলাবাহুল্য, সম্প্রতি পশ্চিমবঙ্গের মালদা জেলার স্কুলের মিড ডে মিলের জন্য রাখা চালের ড্রামের ভিতরেই মরা ইঁদুর এবং টিকটিক পাওয়া গিয়েছিল। এমনকি পূর্ব বর্ধমানের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারেও সাপ পাওয়া গিয়েছিল। হ্যাঁ, গরম খিচুড়ির ভেতরেই ভেসে উঠেছিল আস্ত সাপ, যা নিয়ে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছিল চাঞ্চল্য। আর এ নিয়েই এবার সরব হয়েছে বিজেপি।