খুনের চেষ্টার অভিযোগ হাসিন জাহানের বিরুদ্ধে! নাম শামির মেয়েরও, ভয়ঙ্কর দাবি রিপোর্টে

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরেই বিবাহবিচ্ছেদের মামলা নিয়ে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির সঙ্গে প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের মধ্যে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। যদিও হাইকোর্টের রায়ে সেই বিতর্কের অবসান ঘটেছে। তবে এবার আরও এক বিতর্কের সূত্রপাত ঘটল। খুনের চেষ্টার অভিযোগ উঠল মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান ও তাঁর মেয়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে FIR রুজু করেছেন তাঁর প্রতিবেশী ডালিয়া খাতুন।

ঘটনাটি কী?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখানো হয়েছে যে বীরভূম জেলার সিউড়ি শহরে একটি জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশী ডালিয়া খাতুনের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন হাসিন জাহান ও তাঁর মেয়ে। জানা গিয়েছে, সেই জমিতে মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান তাঁর মেয়ে আরশির নামে নির্মাণকাজ শুরু করলে প্রতিবেশীরা আপত্তি জানান, কারণ তাঁর দাবি অনুযায়ী জমিটি বিতর্কিত।

FIR রুজু শামির প্রাক্তন স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে

এরপরেই হাসিন জাহান পাড়ার প্রতিবেশী মহিলার সঙ্গে তীব্র তর্ক শুরু করে। কথা কাটাকাটি, বচসা আরও তীব্র হয়ে ওঠে যে পরে হাতাহাতিতে গড়ায়। মায়ের সঙ্গে মেয়েও প্রতিবেশীর সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি India Hood। হিন্দুস্তান টাইমস বাংলার রিপোর্টে জানা গিয়েছে, বীরভূমের সিউড়িতে হাসিন জাঁহার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে ১২৬(২), ১১৫(২), ১১৭(২), ১০৯, ৩৫১(৩) এবং ৩(৫) ধারায় FIR রুজু করেছেন তাঁর প্রতিবেশী ডালিয়া খাতুন।

বিতর্কের মাঝেই উঠে এসেছে শামির নাম

জানা গিয়েছে, এর আগেও হাসিন জাহান প্রতিবেশী ডালিয়া খাতুনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। আর এই জমি বিতর্কের মাঝেই মহম্মদ শামিকে ঘিরে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন প্রাক্তন স্ত্রী জাহান। তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন যে, শামি নাকি তাঁকে নীচ প্রমাণ করার জন্য এবং তাঁকে পরাজিত করতে অপরাধীদের ব্যবহার করেছেন। সেই কারণে শামিকে সরাসরি ইনস্টাগ্রাম পোস্টে ‘চরিত্রহীন, লোভী ও নীচু মানসিকতার’ বলেও আক্রমণ করেন জাহান।

আরও পড়ুন: অপেক্ষার অবসান! SSC পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ জানাল শিক্ষা দফতর

প্রসঙ্গত, সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায়ে হাসিন জাহান , মহম্মদ শামির বিরুদ্ধে খোরপোষের মামলা জিতেছেন। আদালত নির্দেশ দিয়েছে মহম্মদ শামিকে যে সে যেন তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাঁহা ও মেয়ের ভরণপোষণের জন্য মাসে ৪ লক্ষ টাকা করে খোরপোষ দেয়। কিন্তু সেই বিতর্কে রেস্ট কাটতে না কাটতেই ফের আরো এক বিতর্কে জড়িয়ে পড়লেন মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী।

Leave a Comment