খুন থেকে অপহরণ! একা দেশরাজ সিং নয়, তার গোটা পরিবারই ক্রিমিনাল

Krishnanagar Murder Case

প্রীতি পোদ্দার, কলকাতা: কৃষ্ণনগর খুন মামলায় (Krishnagar Murder Case) ভয়ঙ্কর তথ্য ফাঁস! মূল অভিযুক্ত দেশরাজ সিং একা নয়, বরং তার পরিবারের একাধিক সদস্যও এই অপরাধের সঙ্গে জড়িত। তদন্তের সুবাদে এমনই এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনল পুলিশ। এদিকে এখনও অধরা অভিযুক্ত। পুলিশের প্রাথমিক অনুমান উত্তরপ্রদেশে গা ঢাকা দিয়েছে দেশরাজ, তাই ইতিমধ্যেই পুলিশের একটি টিম পৌঁছে গিয়েছে যোগী রাজ্যে।

হত্যাকাণ্ডে জড়িত রয়েছে পরিবারও

পুলিশের তদন্তের ভিত্তিতে জানা গিয়েছে, উত্তরপ্রদেশে এর আগে দেশরাজ সিং-এর পরিবারের বিরুদ্ধে অপহরণ ও খুন-সহ একাধিক মামলা নথিভুক্ত হয়েছিল। তাই সেক্ষেত্রে দেশরাজের অপরাধ করার হাতেখড়ি নিজের বাড়িতেই হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। পুলিশের দাবি, তার খুড়তুতো ভাই নীতিন প্রতাপ সিং গত ১৯ মে উত্তরপ্রদেশের দেওরিয়া থেকে কাঁচরাপাড়ায় আসে। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র দেয় দেশরাজকে। ওই আগ্নেয়াস্ত্র দিয়েই খুন সংঘটিত হয় বলে পুলিশের সন্দেহ। তবে খুনের আগে নাকি দুই ভাই প্রায় পাঁচদিন একটি ভাড়া বাড়িতে লুকিয়ে থেকে খুনের সমস্ত পরিকল্পনা করে। এমনকি পুলিশকে প্যাচে ফেলতে দেশরাজের নামে কাটা উত্তরপ্রদেশ যাওয়ার ট্রেনের টিকিটে ফেরে নীতিন।

খুন পরিকল্পনায় ব্যবহার হয় ৪ টি সিম

উল্লেখ্য গত সোমবার, ভর দুপুরে ২৫ আগস্ট কৃষ্ণনগরে প্রেমিকা ঈশিতা মল্লিকের বাড়ি ঢুকে যুবতীকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে বিএসএফ জওয়ানের ছেলে প্রেমিক দেবরাজ সিং। এরপর থেকেই পলাতক অভিযুক্ত। এমতাবস্থায় উদ্ধার হয়েছে দেশরাজের মোবাইল। আর তাতেই উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, পুলিশকে বিভ্রান্ত করতে খুনের আগে ও পরে পরিকল্পনামাফিক চারটি সিম কার্ড ব্যবহার করা হয়। আর প্রত্যেকটির সিমের লোকেশন রাজ্যের বাইরে দেখানোর পাশাপাশি অন্য সিমের লোকেশন হাওড়া, আসানসোল ও বরাকরে দেখাবো হচ্ছে। সেক্ষেত্রে পুলিশের প্রাথমিক অনুমান, উত্তরপ্রদেশেই কোথাও গা ঢাকা দিয়ে থাকতে পারে অভিযুক্ত।

আরও পড়ুন: ২০৩১-এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন বাংলার জয়মাল্য বাগচী! দৌড়ে আর কারা?

প্রসঙ্গত, কৃষ্ণনগরের হত্যাকাণ্ডে অভিযুক্ত দেশরাজ সিং এর খোঁজ পেতে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ রওনা দিয়েছে পুলিশের একটি টিম। একাধিক স্থানে অভিযান চালানো হয়েছে। পুলিশের দাবি, তদন্ত সঠিক পথে এগোচ্ছে এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের আশা প্রকাশ করেছেন পুলিশ অধিকারিকরা। তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য, এবার দেখার পালা কত দ্রুত মূল অভিযুক্তকে পাকড়াও করবে পুলিশ।

Leave a Comment