খুন না দুর্ঘটনা? দুর্গাপুরে জাতীয় সড়কের ধারে উদ্ধার বিজেপি কর্মীর দেহ!

Durgapur

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক ডামাডোল। জোরকদমে জেলায় জেলায় প্রার্থী নির্বাচনে চলছে প্রস্তুতি, এমতাবস্থায় দুর্গাপুরে (Durgapur) ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে উদ্ধার হল এক বিজেপি কর্মীর নিথর দেহ। গত বুধবার রাতে জাতীয় সড়কের ওপর এমন নিথর দেহ দেখে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।

ঠিক কী ঘটেছে?

স্থানীয় রিপোর্ট সূত্রে জানা গিয়েছে গত বুধবার অর্থাৎ ৩ সেপ্টেম্বর, রাতে দুর্গাপুরের ভিড়িঙ্গির কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বিজেপি কর্মী কল্যাণ মজুমদারকে, তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। স্থানীয়রাই প্রথম এই রক্তাক্ত দেহ চিহ্নিত করে, সঙ্গে সঙ্গে সেখানকার স্থানীয় থানায় এ খবর পাঠানো হয়। ওদিকে খবর পাওয়া মাত্রই হাজির হয় পুলিশ বাহিনী। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া দুর্গাপুর মহকুমা হাসপাতালে। প্রাথমিকভাবে পথ দুর্ঘটনা নাকি রাজনৈতিক হিংসার কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই নিয়ে আপাতত কোনো মন্তব্য করছে না বিজেপি।

আরও পড়ুন: মমতার বিরুদ্ধে কোমর কষলেন প্রাক্তন সেনা আধিকারিকরা!

প্রসঙ্গত, কয়েক মাস আগে ঝাড়খণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন বাংলার এক বিজেপি নেতা মানব সর্দার। তিনি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভায় বিজেপির আহ্বায়ক পদে ছিলেন। দলীয় কাজে রায়দিঘি থেকে গাড়ি করে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মানব সর্দার। সঙ্গে ছিলেন মথুরাপুর সংগঠনিক জেলায় বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত হালদার। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, ঝাড়খণ্ডের ডুমরি থানা এলাকায় হাইওয়ের উপর উলটো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হওয়ায় এই ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছিল।

Leave a Comment