সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলা জুড়ে চলছে এসআইআর (SIR in Bengal) বা ভোটার তালিকায় নিবিড় সংশোধন। ইতিমধ্যে এনুমারেশন ফর্ম বিলি এবং তা জমা দেওয়ার কাজও শুরু হয়েছে। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার কাজ। আর ৯ ডিসেম্বর প্রকাশিত হবে একটি খসড়া ভোটার তালিকা। তারপরই চলবে সেই তালিকার সংশোধন।
জানা গেল, ৯ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ভোটার ভেরিফিকেশন এবং হিয়ারিংয়ের কাজ হবে। এরপর আগামী ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বের করা হবে। আর এই তালিকায় যদি নাম না থাকে, তাহলেই পড়তে হতে পারে সমস্যায়। তবে সেক্ষেত্রে হিয়ারিংয়ের ডাক পেতে পারে সেই সমস্ত ব্যক্তিরা।
কাদের ডাকা হতে পারে SIR হিয়ারিংয়ে?
মোদ্দা কথা, যাদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই তারা প্রমাণপত্র হিসেবে যে সমস্ত তথ্য জমা দিচ্ছে, তাতে কোনও সন্দেহ হলে তাদেরকেই কমিশন ডেকে পাঠাতে পারে। তখন কমিশন নির্ধারিত ১১টি ডকুমেন্টের ওমধ্যে যে কোন একটিকে দেখাতে হবে। এর পাশাপাশি যাদের পরিবারেরও কারোর নাম নেই, তাদেরকেও হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন। সেক্ষেত্রে বৈধ ডকুমেন্ট হিসেবে আধার কার্ড ছাড়া বাকি যে কোনও ১১ টির মধ্যে একটি দেখাতে হবে। তাহলে ফাইনাল লিস্টে নাম উঠবে।
এর পাশাপাশি কোনও বৈধ ভোটার যদি ভুল তথ্য দিয়ে ফেলেন এবং সেই তথ্য যদি কমিশনের কাছে থাকা নথির সঙ্গে না মেলে তাহলে সেই ব্যক্তিকেও হিয়ারিংয়ে ডেকে পাঠাতে পারে কমিশন। এদিকে যারা ফর্ম ফিলাপের সময় কোনও ভুল করেছেন, তাদের তথ্য যদি বিএলও বুঝতে না পারে, সেক্ষেত্র হিয়ারিংয়ের জন্য ডাক পাঠানো হতে পারে।
মোদ্দা কথা, নির্বাচন কমিশন যদি আপনার উপর সন্দেহ করে যে আপনি কোনও ভুল তথ্য দিয়েছেন বা আপনার নাম ভোটার তালিকায় তোলা নিয়ে কোনও সংশয় থাকে, সেক্ষেত্রেই আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে। কিন্তু হ্যাঁ, বৈধ ১১টি কাগজপত্রের মধ্যে যে কোনও একটিকে দেখালেই ঝামেলা শেষ। ফাইনাল লিস্টে আপনার নাম থেকে যাবে।