বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরবর্তী যুদ্ধ খুব শীঘ্রই হতে পারে! আইআইটি মাদ্রাজের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেছিলেন ভারতীয় সেনার প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদি। কিন্তু কেন হঠাৎ ফের যুদ্ধের সম্ভাবনাকে উসকে দিলেন দ্বিবেদি?
বলা বাহুল্য, সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে কড়া হুমকি দিয়েছেন। পাক সেনার জেনারেল দাবি করেছিলেন, এবার ভারতের পূর্ব দিক থেকে আক্রমণ শুরু করব। আর এসবের মাঝেই ভারত পাক দুপক্ষের যুদ্ধ যুদ্ধ মনোভাব নিয়ে উদ্বেগ বেড়েছে নাগরিকদের!
ভারতীয় সেনাপ্রধানের বক্তব্য
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে ভারতীয় সেনা প্রধানকে বলতে শোনা যাচ্ছে, পরবর্তী যে যুদ্ধ হবে তা খুব শীঘ্রই হতে পারে। আর তার জন্য আমাদের সেরকম প্রস্তুতিই থাকবে। এবার আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।
এদিন পাকিস্তানের ফিল্ড মার্শাল মুনিরের বক্তব্যকে নিশানা করে দ্বিবেদি বলেছিলেন, পাকিস্তান হয়তো মনে করছে, তারা যুদ্ধে জিতেছে, কেননা তাদের সেনাপ্রধান এখন ফিল্ড মার্শাল। এদিকে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ক্ষমতার বাইরে গিয়ে হুমকি দিয়েছেন মুনির!
ভারতকে হুমকি দিলেন আসিম মুনির
সম্প্রতি আমেরিকার এক অনুষ্ঠানে যোগ দিয়ে পাকিস্তানের সেনাপ্রধান মুনির সরাসরি হুমকি দিয়ে বলেন, পাকিস্তান এবার ভারতের পূর্ব দিক থেকে আক্রমণ শুরু করবে। যেখানে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে। এরপর নাকি পাকিস্তান পশ্চিম দিকে এগোবে।
পাক সেনাপ্রধানের এমন বক্তব্যের পরই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যাচ্ছে, ভারতের পূর্বাংশে আক্রমণ করার অর্থ, তাহলে কি বাংলাদেশকে ঘাঁটি হিসেবে ব্যবহার করবে পাকিস্তান? যদিও বিগত দিনগুলিতে ওপার বাংলার জঙ্গি সংগঠনগুলির সাথে হাতে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে নতুন ছক কষেছে পাক গুপ্তচর সংস্থা ISI! গোয়েন্দা রিপোর্টেও সেই খবর স্পষ্ট।
অবশ্যই পড়ুন: বিনিয়োগ করলেই দুশ্চিন্তা শেষ! ১০০ বছর পর্যন্ত কভারেজ দেয় LIC-র এই প্ল্যান
উল্লেখ্য, আসিম মুনিরের পাশাপাশি সম্প্রতি পাকিস্তান সেনার আইএসপিআর এর ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীও দাবি করেছিলেন, ফের পাকিস্তানে হামলা হলে আমরা পূর্ব ভারতে হামলা করব। আসলে অপারেশন সিঁদুরে নাকের জলে চোখের জলে হওয়ার পর বারংবার বড় বড় বাতেলা ঝেড়েছে পাকিস্তান!
যদিও ভারতের তরফে প্রতিবারই সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এবার যদি দেশে কোনও রকম জঙ্গি হামলা হয় তবে তা যুদ্ধ হিসেবেই দেখা হবে। এবং পরবর্তীতে পাকিস্তানের প্রতি ভারতের অবস্থান কতটা কঠোর হতে পারে তা হয়তো এখন থেকেই আঁচ করতে পারছেন অনেকেই।
hai