খুলল বাণিজ্যপথ! ভারত থেকে স্থলপথে ১৪৯ মেট্রিক টন পেঁয়াজ গেল বাংলাদেশে

India-Bangladesh land trade Bangladesh imports 149 metric tons of onions

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত থেকে ফের স্থলপথে পেয়াঁজ যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, রবিবার সাড়ে পাঁচ মাস পর ওপার বাংলার দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশের আমদানিকারকরা। প্রতিবেদন অনুযায়ী, গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই বন্দর দিয়ে মোট 5টি ট্রাকে 149 মেট্রিক টন পেঁয়াজ পৌঁছেছে বাংলাদেশে।

পেঁয়াজ আমদানির অনুমতি পেয়ে গিয়েছে বাংলাদেশের আমদানিকারকরা!

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রবিবার দুপুর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেক আমদানির জন্য 7টি আমদানিকারক প্রতিষ্ঠানকে 230 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়।

জানা যাচ্ছে, বাংলাদেশের ওই আমদানিকারক প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে, ওপার বাংলার মেসার্স নাশাত ট্রেডার্স, মেসার্স সততা বাণিজ্যলয়, এমএসআল মক্কা ইমপ্রেস, মেসার্স জগদীশচন্দ্র রায়, ক্রাউন ট্রেডিং ইন্টারন্যাশনাল, অনার্স গ্রুপ প্রাইভেট লিমিটেড এবং রাধে-শ্যাম অ্যান্ড সন্স। রিপোর্ট অনুযায়ী, রাধে-শ্যাম অ্যান্ড সন্স প্রতিষ্ঠানটি একাই 50 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে।

এ প্রসঙ্গে হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক আনোয়ার হোসেন জানিয়েছেন, আর কোনও আমদানিকারক প্রতিষ্ঠানকে আলাদাভাবে নতুন করে অনুমতি দেওয়া হলে সেটা পরে জানানো হবে।

ভোমরা বন্দর দিয়েও গেল 50 মেট্রিক টন পেঁয়াজ

প্রথম আলোর প্রতিবেদন বলছে, সাড়ে চার মাস পেরিয়ে রবিবার বাংলাদেশের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এই পেঁয়াজ আমদানির দায়িত্ব পড়েছে আমদানিকারক প্রতিষ্ঠান অয়ন ট্রেডার্সের উপর। জানা যায়, এই প্রতিষ্ঠানের দুটি ট্রাকে করে ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে 50 মেট্রিক টন পেঁয়াজ পৌঁছেছে বাংলাদেশে।

অবশ্যই পড়ুন: ‘হিন্দু শরণার্থী আমার ভাই, অনুপ্রবেশকারীর এদেশে ঠাঁই নাই’, CAA-র দাবিতে এক জোট ইস্ট-মোহন!

উল্লেখ্য, ভারত থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানিয়েছেন, ভারত থেকে এতদিন বাংলাদেশে অলিখিতভাবে পেয়াজ আমদানি বন্ধ ছিল! চার মাস 20 দিন পেরিয়ে অবশেষে সেই আমদানি শুরু হয়েছে। মুসার দাবি, আরও 14টি ট্রাক পিয়াজ আমদানির অপেক্ষায় ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে অপেক্ষা করছে।

এদিকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় আশায় বুক বেঁধেছে বাংলাদেশ। আশা করা হচ্ছে, আমদানিকারকদের আবেদনের ভিত্তিতে ফের স্থলপথে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় বাংলাদেশের বাজারে অনেকটাই দাম কমবে এই প্রয়োজনীয় আনাজটির। তবে আপাতত যা খবর, রবিবার বাংলাদেশের বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে 70 টাকা কেজি দরে। তবে আগামী দিনে ভারত থেকে পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়লে দামটা অনেকটাই কমতে পারে বলেই আশা করছেন ওপার বাংলার ব্যবসায়ীরা

Leave a Comment