‘খেলার মাঠে অপারেশন সিঁদুর’ পাকিস্তান বধের পরই লিখলেন প্রধানমন্ত্রী

Narendra Modi On Team India Victory X Post-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই বদলা নিয়েছিল ভারত। গত মে-তে পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষের ময়দানে সফল হয়েছিল ভারতীয় সেনা। এবার 22 গজের লড়াইয়েও পাকিস্তানকে মাত দিল সূর্যকুমার যাদবের ভারত। ষষ্ঠীর রাতে ক্রিকেটার ময়দানে অপারেশন সিঁদুর চালিয়েই পাক বধ করলেন তিলক বর্মারা। সে কথাই এবার নিজের এক্স হ্যান্ডেলে লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi On Team India Victory)। দেশের চৌকিদার জানালেন, এবার খেলার মাঠে অপারেশন সিঁদুর হয়েছে…

প্রধানমন্ত্রীর এক্স পোস্ট

রবির রাতে, টানটান উত্তেজনার মধ্যে থেকেই খেলা নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছিলেন তিলক বর্মা, শিবম দুবেরা। সেই থেকেই রিঙ্কুর চারে জয়ের পরই ফের আরও একবার এশিয়া কাপে চ্যাম্পিয়নসের তকমা গায়ে সেঁটে নিয়েছে ভারত। আর তারপর প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ভেসে এল এক আবেগী পোস্ট। ভারতীয় দলের জয়ের পরই নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখলেন, ‘খেলার মাঠে অপারেশন সিঁদুর। পরিণতিটা একই হল.. ভারত জিতল! আমাদের ক্রিকেটারদের আন্তরিক অভিনন্দন জানাই।’

তিলকের লড়াই স্মরণীয় হয়ে থাকবে

গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে, বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সূর্যকুমার যাদব। সেই সূত্রেই ব্যাট করতে নেমে শত ধাক্কা খেয়ে 147 রানের লক্ষ্য বাঁধে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভাল হয়নি টিম ইন্ডিয়ার। এদিন অপ্রত্যাশিতভাবেই মাত্র 5 রান করে আউট হয়ে যান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান অভিষেক শর্মা। 12 রান করে সাজঘরে ফেরেন শুভমন গিলও।

দুঃখের বিষয়, এদিনও পাকিস্তানের বিরুদ্ধে নিজের ক্ষমতা জাহির করতে পারেননি অধিনায়ক সূর্য। ফলে, চিরপ্রতিদ্বন্দীর সামনে শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারত। তবে সেই ধাক্কা সামলে উঠে ফাইনালের মঞ্চ রাঙিয়ে দিয়েছিলেন ভারতের ছেলে তিলক বর্মা। এদিন, প্রথমে সঞ্জু স্যামসন এবং পরে শিবম দুবের সাথে জুঁটি বেঁধে দাঁতে দাঁত চেপে লড়ে গিয়েছিলেন তিলক। যদিও ম্যাচের একেবারে শেষ লগ্নে পৌঁছে উইকেট হারায় দুবের। কিন্তু তাতে কি, রিঙ্কু সিংয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের জয় রথ লক্ষ্যে পৌঁছে দিয়েছিলেন তিলক। বলা ভাল, দলকে কঠিন সময় থেকে বের করে এনে ফাইনাল জেতার কারণে আগামী কয়েক দশক স্মরণীয় হয়ে থাকবেন বর্মা। এদিন তিলকের ব্যাট থেকে 53 বলে 69 রানের গুরুত্বপূর্ণ যোগদান পেয়েছিল ভারত।

অবশ্যই পড়ুন: মাদিহ তালালকে বিদায় দিল ইস্টবেঙ্গল

উল্লেখ্য, প্রত্যাশামতোই এশিয়া কাপের ফাইনাল জিতেছে ভারতীয় দল। তাও আবার অপরাজেয় থেকেই। তবে ফাইনালে সাফল্যের মাঝেও নিজেদের পুরনো সিদ্ধান্ত থেকে এক চুলও ধরে দাঁড়াননি সূর্যরা। গতকাল রাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ওরফে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির হাত থেকে ট্রফি গ্রহণ করেনি ভারত। এদিকে ভারতের কাছে হেরে রানার আপের 1 কোটি 70 লক্ষ টাকার চেক নিলেও পরে তা ছুড়ে ফেলে দেন পাকিস্তানের অধিনায়ক সলমান আলি আঘা।।

Leave a Comment