প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য জুড়ে গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া। কিন্তু এই প্রক্রিয়া নিয়ে রাজ্য ক্রমেই অশান্তির আবহ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। তৃণমূল এবং বিজেপি একে অপরকে ক্রমেই দশ দিয়ে চলেছে। কিন্তু শত বাঁধা এবং রাজনৈতিক টানাপোড়েন থাকলেও SIR প্রক্রিয়া হয়েই চলেছে। আর এই আবহে ভবানীপুরে (Bhowanipore) অসংগৃহীত ফর্মের সংখ্যা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলে ধরলেন মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর।
বিতর্কের শিরোনামে ভবানীপুর!
গত ১১ ডিসেম্বরের মধ্যে SIR-এর প্রথম পর্যায়ের কাজ শেষ করতে হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর। যদিও ২ ডিসেম্বরের মধ্যেই সংগৃহীত এনিউমারেশন ফর্ম জমা দিয়েছেন বুথ লেভেল অফিসারেরা। বাকি যা এনিউমেরশন ফর্ম এই ক’দিনে সংগ্রহ হবে, সেগুলি দিনের দিন ডিজিটাইজেশন করারও নির্দেশ দেওয়া হয়েছে। এমতাবস্থায় SIR ফর্ম নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে তুলে ধরল। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় অসংগৃহীত ফর্মের সংখ্যা আজ সকাল পর্যন্ত ছিল ৪১,৪৯৫ টি। আর এই তথ্য ছড়িয়ে পড়তেই রাজনীতির অন্দরে তৈরি হল মহা ঝঞ্ঝাট।
আনকালেক্টেবল ফর্ম অত্যাধিক ভবানীপুরে
বিগত কয়েকদিন ধরেই গোটা কলকাতাতেই অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেশ বেড়েছে। এর মধ্যে রয়েছে মৃত ভোটারের সংখ্যা, ডুপ্লিকেট ভোটার এমনকি , যে ভোটার পাকাপাকি ভাবে অন্যত্র চলে গেছে অথবা যাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না তারাও। আর এবার সেই তালিকায় নাম উঠে এল ভবানীপুর কেন্দ্রের। রিপোর্ট মোতাবেক আজ অর্থাৎ বৃহস্পতিবার, সকালে ভবানীপুর বিধানসভার পরিসংখ্যান জানাল মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর। সেই তথ্য মারফৎ জানা গিয়েছে, ভবানীপুর বিধানসভায় মোট ভোটারের সংখ্যা ২,০৬,২৯৫। এর মধ্যে ১,৫৭,৫২১টি ফর্ম ডিজিটাইজড হয়ে গেছে। কিন্তু ৪১,৪৯৫ টি ফর্ম আনকালেক্টেবল থেকে গেছে। যা মোট ভোটারের ২০.১১ শতাংশ।
আরও পড়ুন: ৬০০ উইকেট নিয়ে বিশ্বের তিন নম্বর বোলার হয়ে উঠলেন এই KKR তারকা
ভবানীপুর ছাড়াও কলকাতা বন্দরে অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর। জানা গিয়েছে সেখানে বর্তমানে ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৩ হাজার। কিন্তু দেখা যাচ্ছে অসংগৃহীত ফর্মের সংখ্যা সেখানে প্রায় সাড়ে ৫২ হাজার। অন্যদিকে উত্তর কলকাতার মোট ভোটার রয়েছে ১৫, ০৬, ৩৩৯ জন। তার মধ্যে ২২.৯৭ শতাংশ ভোটারের এনুমারেশন ফর্ম বৃহস্পতিবার সকাল পর্যন্ত আনকালেক্টেবল। দক্ষিণ কলকাতাতেও প্রায় ২০ শতাংশ অর্থাৎ ১,৮৮,৭৯০ টি ফর্ম এখনও পর্যন্ত আনকালেক্টেবল। অর্থাৎ প্রতি বিধানসভা আসনে ৫০ হাজারে এনুমারেশন ফর্ম আনকালেক্টেবল থাকছে। আর তাই নিয়ে এবার SIR বিতর্ক চরম আকার নিল।