বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলা ভাষার উপর অত্যাচার (Attack On Bengali Language) নিয়ে বারবার ভিন রাজ্যের প্রসঙ্গ টেনে এনেছে বাংলার শাসক দল। অভিযোগ উঠেছে, বাংলায় কথা বলার কারণে বারবার বাংলাদেশী হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের।
এবার কার্যত একই চিত্র ধরা পড়ল বাংলা তথা শহর কলকাতার বুকে। জানা গিয়েছে, বাংলা ভাষায় কথা বলায় বাঙালি ভ্লগার সোহিনী সরকারকে বাংলাদেশি স্টুডেন্ট আখ্যা দেওয়া হয়েছে একটি প্রফেশনাল সেটে। যে কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন সোহিনী।
শহর কলকাতাতেও বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশী হতে হবে?
সদ্য সমাজ মাধ্যমে ভেসে আসে একটি ভিডিওতে বাঙালি ভ্লগার সোহিনী সরকার দাবি করেছেন, খোদ শহর কলকাতায় নিজের মাতৃভাষায় কথা বলার কারণে তাঁর নামের পাশে বাংলাদেশী ট্যাগ বসানো হয়েছে। ওই তরুণীর বক্তব্য, কলকাতার একটি প্রফেশনাল সেটিংয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর কয়েকজন সহকর্মী।
এমতাবস্থায়, সেটে পৌঁছতেই কর্তৃপক্ষের তরফে তাঁদের কাছে জানতে চাওয়া হয়, তাঁরা বাংলাদেশের স্টুডেন্ট কিনা? এ প্রসঙ্গে সোহিনী ফের স্থান স্মরণ করিয়ে বলেছেন, শহর কলকাতায় নিজের মাতৃভাষায় কথা বলতে গেলে আমাদের বাংলাদেশী আখ্যা দেওয়া হবে?
অবশ্যই পড়ুন: আড়াই বছর পর বেনাপোল সীমান্ত থেকে বাংলাদেশে পৌঁছল ১৫ টন পেঁয়াজ
সোহিনী জানান, কর্তৃপক্ষের কাছে তাঁরা জানতে চেয়েছিলেন কেন তাঁদের বাংলাদেশী বলা হল? প্রথমদিকে কিছুটা চুপ থেকে পড়ে ওই বাঙালি ভ্লগারকে বলা হয়, তাঁরা বাংলা ভাষায় কথা বলছেন দেখে মনে হয়েছে তাঁরা হয়তো বাংলাদেশের স্টুডেন্ট। এমন ঘটনা প্রকাশ্যে এনেই সোহিনী বলেন, এতদিন ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার, তাঁদের থাকার জন্য হোটেল না দেওয়ার মতো ঘটনা শুনে এসেছি।
আজ নিজের শহরে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশী তকমাও পেতে হল। তাঁর দাবি, বাংলার সব প্রান্তেই এমন ঘটনা ঘটে চলেছে। এর কারণ হিসেবে বাঙালি সমাজকেই দায়ী করেছেন ওই ভ্লগার। সোহিনীর কথায়, আমরা বাঙালিরা বাংলা বলতে এতটাই হীনমন্যতায় ভুগি যে, মাতৃভাষা নিয়ে শুধুমাত্র আমাদের সাথেই এমন ঘটনা প্রতিদিন ঘটে চলেছে।
এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে শহর কলকাতায় বাংলা ভাষা নিয়ে এমন আজব অভিজ্ঞতার কথা জানিয়েই বাঙালি সমাজকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন সোহিনী। তাঁর স্পষ্ট বক্তব্য, আজ এই ঘটনা আমার সাথে ঘটেছে, কাল আপনাদের সবার সাথে ঘটবে। তরুণীর সংযোজন, প্রতিদিন বাংলা ভাষার উপর হওয়া অত্যাচার সহ্য করতে করতে আজ বাঙালির অবস্থা তলানিতে গিয়ে ঠেখেছে।