গঙ্গাসাগর মেলায় নজর রাখবে ISRO, শিয়ালদা থেকে শতাধিক ট্রেন চালানোর ঘোষণা রেলের

Gangasagar mela ISRO

সহেলি মিত্র, কলকাতাঃ আর হাতেগোনা মাত্র কয়েকটা দিন বাকি, ব্যস তারপরেই শুরু হয়ে যাবে গঙ্গাসাগর মেলা ২০২৬ (Gangasagar Mela)। আসন্ন এই মেলাকে ঘিরে সকলের উত্তেজনার পারদ একদম তুঙ্গে রয়েছে। ইতিমধ্যে অনেকে সেখানে গিয়ে হাজির হয়েছেন বা সেখানে যাওয়ার জন্য প্ল্যান কষছেন। অপরদিকে মেলাকে ঘিরে যাতে কোনওরকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেদিকে নজর রেখে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগরকে। চলছে মাইকিং থেকে শুরু করে পেট্রোলিং। তবে এবারে মেলা অন্যান্য বারের থেকে একটু আলাদা হবে বৈকি। কারণ এবার এই মেলার ওপর কড়া নজরদারি চালাবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি।

এবার গঙ্গাসাগর মেলার ওপর নজর রাখবে ISRO

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন শুরু হতে যাওয়া গঙ্গাসাগর মেলায় ভিড় ট্র্যাক এবং পর্যবেক্ষণের জন্য ইসরো-বিকাশিত নাভিসি প্রযুক্তি ব্যবহার করবে। সাতটি উপগ্রহ এবং বেস স্টেশনের একটি নেটওয়ার্ক নিয়ে গঠিত ভারতীয় নক্ষত্রমণ্ডল সহ ইসরো নেভিগেশন প্রযুক্তি সঠিক তথ্য এবং সুনির্দিষ্ট সময় প্রদান করবে বলে খবর।

আরও পড়ুনঃ ১০ বছরে মোদীর সম্পত্তি বাড়ল ৮২%, রাহুলের ১১৭! অভিষেকের কত? দেখুন হিসেব

এ বছর বিশ্ববিখ্যাত গঙ্গাসাগর মেলায় এক কোটিরও বেশি তীর্থযাত্রীর আগমনের সম্ভাবনা রয়েছে। “এবার যারা তীর্থযাত্রীরা মেলায় আসবেন তাদের জন্য উন্নত পরিবহন, ভিড় ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন এবং সাংস্কৃতিক উদ্যোগ থাকবে,” দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন। সূত্রের খবর, গঙ্গাসাগর মেলার জন্য মোট ২১টি জেটি চালু রাখা হবে। আট নম্বর লট এবং নামখানায় ১০০টি লঞ্চ, ৪৫টি ভেসেল এবং ১৩টি বার্জ থাকছে। গাড়ির চাপ সামলাতে বাবুঘাট থেকে সাগর পর্যন্ত ১৬টি বাফার জোন তৈরি করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ২৫০০টি বাস চালানো হবে। ভিড় নিয়ন্ত্রণের জন্য, প্রশাসন NaviC প্রযুক্তি ব্যবহার করবে।

মেলায় থাকবে ১২০০টির-ও বেশি সিসিটিভি ক্যামেরা

১,২০০ টিরও বেশি সিসিটিভি ক্যামেরা সহ রিয়েল-টাইম ট্র্যাকিং থাকবে। ড্রোন-ভিত্তিক ট্র্যাকিং এবং জিপিএস-নির্দেশিত মেশিন থাকবে। সেইসঙ্গে নজরদারি বাড়ানোর জন্য থার্মাল-ইমেজিং ড্রোন থাকবে। ভিড় নিয়ন্ত্রণের জন্য ৫৪ কিলোমিটার এলাকা ব্যারিকেড করা থাকবে এবং ১০,০০০ সিভিক ভলেন্টিয়ার সহ ১৫০টি এনজিও ভিড় ব্যবস্থাপনায় সহায়তা করবে এবং স্বাস্থ্য সহায়তা প্রদান করবে।

আরও পড়ুনঃ ফের ছক্কা হাঁকাল পরশুরাম, কী হল বিদ্যা ব্যানার্জীর? রইল এ সপ্তাহের TRP তালিকা

শিয়ালদা থেকে ছুটবে শতাধিক ট্রেন

সবথেকে বড় কথা, কেউ যদি ট্রেনে করে গঙ্গাসাগর যাওয়ার প্ল্যান করছেন তাঁদের জন্য সুখবর শুনিয়েছে পূর্ব রেল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, গত বছর ৭২টি স্পেশাল ট্রেন চালানো হয়েছিল। বিধানসভা নির্বাচনের বছরে সেই সংখ্যাটা বাড়িয়ে ১২৬টি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মেলা শুরু হওয়ার পরে শুক্রবার থেকে স্পেশাল ট্রেনের পরিষেবা চালু হবে। চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। অতীতে রাত ১২ টা থেকে ভোর চারটে পর্যন্ত সাধারণত শিয়ালদা থেকে নামখানা এবং শিয়ালদা থেকে কাকদ্বীপ পর্যন্ত ট্রেন চালানো হত না। এবার সেই ব্যবস্থাও থাকছে।

1 thought on “গঙ্গাসাগর মেলায় নজর রাখবে ISRO, শিয়ালদা থেকে শতাধিক ট্রেন চালানোর ঘোষণা রেলের”

Leave a Comment