সৌভিক মুখার্জী, কলকাতা: চলছে শ্রাবণ মাস, অর্থাৎ বাবা মহাদেবের আরাধনার মাস। হাজার হাজার ভক্ত এই পবিত্র মাসে ভোলানাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে তারকেশ্বরের পথে রওনা দেন। তবে তারকেশ্বর যাওয়ার পথে গঙ্গাস্নানের মাহাত্ম্য নতুন করে কিছু বলা লাগে না।
শেওড়াফুলি ঘাট (Sheoraphuli Ghat), অর্থাৎ নিমাইতীর্থ ঘাটে ভক্তের দল গঙ্গাস্নান করেই রওনা দেন তারকেশ্বরের পথে। হ্যাঁ, এখানে গঙ্গাস্নান করেই আত্মশুদ্ধি হতে হয়। তবে এবার সেই গঙ্গাস্নান করতেই নেওয়া হচ্ছে টাকা! হ্যাঁ একদম ঠিকই পড়েছেন! একেবারে তোলাবাজির মত অবস্থা।
ঘটনাটি কী?
সম্প্রতি সুরাজ মল্লিক নামের এক ব্যক্তি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, ‘সব জায়গাই তোলাবাজি। তারকেশ্বর যাচ্ছি জল ঢালতে। শেওড়াফুলি ঘাট অর্থাৎ নিমাইতীর্থ ঘাটে স্নান করতে গিয়ে মাথাপিছু 10 টাকা করে নেওয়া হচ্ছে, তাও উন্নয়নের নাম করে। মা গঙ্গাকেও ছাড়ছে না এরা।’
এমনকি তিনি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেছেন, ‘সবই দিদির রাজ্যের উন্নয়ন। গঙ্গাস্নান করতে এসে টাকা দিতে হয়, জীবনে প্রথমবার এরকম ঘটনার সাক্ষী থাকলাম। তিনি বলেছেন, গঙ্গায় স্নান করছি। 10 টাকা করে টিকিট লাগছে। জয় বাংলা। যেখানে বন্যাতে সব ডুবে যাচ্ছে, জলের কোনো অভাব নেই, আর সেই গঙ্গাতেই স্নান করতে এরা তোলাবাজি করছে।’
এমনকি 10 টাকা করে যে নেওয়া হচ্ছে তার টিকিটও ওই ব্যক্তি ভিডিওতে দেখিয়েছেন। সত্যিই কি এরকম পবিত্র স্থান অর্থাৎ বাবা মহাদেবের নাম করে গঙ্গাস্নান করতে 10 টাকা করে নেওয়া উচিত? প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। কেউ কেউ কমেন্ট করছে, দুর্গাপূজার জন্য 1 লক্ষ 10 হাজার টাকা করে অনুদান দিচ্ছে, তার টাকাটা তো তুলতে হবে।
আরও পড়ুনঃ পুতিনকে যুদ্ধের জন্য অর্থ জোগাচ্ছে ভারত-চিন! বিস্ফোরক দাবি ট্রাম্প ঘনিষ্ঠের
এমনকি কেউ কেউ এরকমও কমেন্ট করছে, হিন্দু বিরোধী সরকারকে হটাও, আর হিন্দুদের জীবনকে বাঁচাও, খুবই দুঃখজনক। আর কিছুদিন পর হয়তো পশ্চিমবঙ্গে শ্বাস-প্রশ্বাস নিতেও টাকা লাগবে। এটাই হচ্ছে বাংলার সামগ্রিক উন্নয়ন। এই রাজ্যের অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ হচ্ছে।