বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার কর্ণাটকের মাদ্দুর শহরে গণেশের মূর্তি বিসর্জনের মিছিলে পাথর ছোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় (Karnataka Ganesh Immersion Clashes)। অভিযোগ, গণেশ চতুর্থী উপলক্ষ্যে শোভাযাত্রার মাধ্যমে সিদ্ধিদাতার মূর্তি বিসর্জনের জন্য যাচ্ছিলেন স্থানীয় মানুষজন। ঠিক সেই সময়ে, দুষ্কৃতীরা ওই মিছিল লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। যেই ঘটনায় ইতিমধ্যেই, 8 জন গুরুতর আহত হয়েছেন বলেই খবর পাওয়া যাচ্ছে।
দুপক্ষের সংঘর্ষ ঠেকাতে ময়দানে নামে পুলিশ
ANI এর রিপোর্ট অনুযায়ী, গতকাল মাদ্দুর শহরের রাম রহিম নগরে গণেশ বিসর্জন শোভাযাত্রা উপলক্ষ্যে ভক্তদের মিছিল বের হতেই ওই শোভাযাত্রা লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করেন বেশ কয়েকজন দুষ্কৃতি। সূত্রের খবর, মিছিল লক্ষ্য করে যারা পাথর ছুঁড়ছিলেন তারা মূলত ভিন্ন সম্প্রদায়ের। জানা যায়, শোভাযাত্রার মাঝে দুষ্কৃতীদের দেখতে পেয়ে হিন্দু সম্প্রদায়ের যুবকরাও পাল্টা পাথর ছুঁড়তে শুরু করেন। এরপরই পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
সূত্রের খবর, গণেশ বিসর্জনের শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে বড়সড় কোনও দুর্ঘটনা না ঘটে সেজন্য দুপক্ষের লড়াই থামাতে ময়দানে নেমেছিলেন স্বয়ং পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছয় অতিরিক্ত বাহিনীও। শেষ পর্যন্ত দীর্ঘ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেলেও ঠিক কারা গণেশ বিসর্জনের শোভাযাত্রা লক্ষ্য করে পাথর ছুড়েছিলেন তা জানা যায়নি। যদিও অভিযোগের ভিত্তিতে সন্দেহ থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়
পুলিশ সূত্রে খবর, রবিবার গণেশ প্রতিমা বিসর্জনের সময় সাম্প্রদায়িক সংঘর্ষের কারণে কর্নাটকের মাদ্দুর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সংবাদ সংস্থা ANI এর রিপোর্ট অনুযায়ী, কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মাদ্দুর শহরে পাথর ছোঁড়ার যে ঘটনা ঘটেছিল তা বর্তমানে নিয়ন্ত্রণ। পুলিশ ইতিমধ্যেই কয়েকজন সন্দেহভাজন যুবককে গ্রেফতার করেছে। বর্তমানে 144 ধারা জারি করা হয়েছে ওই এলাকায়। পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখুন।
#WATCH | Mandya, Karnataka | Pro-Hindu organisations hold a protest against the reported incident of stone pelting during the Ganesh Idol immersion in Maddur town, Mandya, yesterday.
As per Karnataka Home Minister G. Parmeshwara, Section 144 has been imposed in the area and some… pic.twitter.com/IdU8LIfG68
— ANI (@ANI) September 8, 2025
অবশ্যই পড়ুন: হারতে হারতে জয়! আফ্রিকার সেরা দাবাড়ুকে পরাস্ত করে ইতিহাস দিব্যার
বলা বাহুল্য, গণেশের বিসর্জনকে কেন্দ্র করে সংঘর্ষের পর আর নতুন করে যাতে কোনও রকম গন্ডগোল না হয় সেজন্য শহরের বিভিন্ন সংবিধানশীল এলাকাগুলিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও মাদ্দুরের যেসব অঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে সেইসব এলাকায় টহলদারি বাড়িয়েছে র্যাফ। তাছাড়াও সন্দেহভাজন ব্যক্তি দেখলেই পুলিশকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে কর্ণাটক সরকারের তরফে!