প্রীতি পোদ্দার, কলকাতা: বৃষ্টি দুর্যোগের মেঘ কাটতেই দেখা গিয়েছে রোদ ঝলমলে আবহাওয়া। কিন্তু সেই আবহাওয়াতেও এবার আশঙ্কার ছায়া। কারণ ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। যার জেরে হতে চলে ফের ভারী বৃষ্টির আবহ, মাটি হয়ে যেতে চলেছে দুর্গা পুজোর কেনাকাটার আনন্দ। ইতিমধ্যেই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস।
এই মুহুর্তে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। অন্যদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। তার জেরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এবং নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে ফের শুরু হয়ে যাবে বৃষ্টির তাণ্ডব। আর এই নিম্নচাপের কারণে আজ থেকে শুক্রবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের শেষ বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার, গণেশ চতুর্থীর দিন থেকেই ফের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু এলাকায়। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: টোটো চুরিই কাজ, হাওড়া স্টেশনে ছদ্মবেশে অভিযান পুলিশের, গ্রেফতার এক বিজেপি নেতা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতার মাঝে উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। বুধবার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।