গতি ২৮২ কিমি! ‘মন্থা’র মধ্যেই ধেয়ে আসছে বিশ্বের সবথেকে শক্তিশালী হ্যারিকেন ‘মেলিসা’

Hurricane Melissa

সহেলি মিত্র, কলকাতাঃ আসন্ন ঘূর্ণিঝড় ‘মন্থা’-কে (Cyclone Montha) ঘিরে রাতের ঘুম উড়েছে সাধারণ মানুষের। আজ মঙ্গলবার সন্ধে বা রাতের মধ্যে অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ায় ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করতে পারে বলে জানিয়েছে IMD। ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে তামিলনাড়ু, কেরালার বহু অংশে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। বাতিল করা হয়েছে বহু ট্রেনও। যাইহোক, এই ঘূর্ণিঝড়ের মাঝেই এবার বিধ্বংসী হ্যারিকেনের পূর্বাভাস জারি করলেন আবহাওয়াবিদরা। আর এই হ্যারিকেনের নাম হতে চলেছে ‘মেলিসা’ (Hurricane Melissa) হ্যাঁ একদম ঠিক শুনেছেন। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ২৮১ থেকে ২৮২ কিমি প্রতি ঘণ্টা হতে পারে।

এবার ধেয়ে আসছে হ্যারিকেন মেলিসা!

জানা গিয়েছে, স্থলভাগে আঘাত হানার আগেই এর প্রভাব দৃশ্যমান। এটি এখনও উপকূল থেকে অনেক দূরে, তবে এর প্রভাব ইতিমধ্যেই দৃশ্যমান। মুষলধারে বৃষ্টিপাত এবং তীব্র হাওয়া বইছে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। হ্যারিকেনের মেলিসা ক্যারিবিয়ান দ্বীপের জ্যামাইকার উপর আছড়ে পড়তে পারে বলে খবর। আর এটি দেশের ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর হ্যারিকেন হবে।

সর্বশেষ আপডেট অনুসারে, মেলিসাকে ক্যাটাগরি ৫ হ্যারিকেন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এটি এখনও উপকূল থেকে অনেক দূরে। তবে, খারাপ আবহাওয়ার কারণে তৈরি হওয়া তীব্র হাওয়া এবং মুষলধারে বৃষ্টিপাতের কারণে ৯০০ জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, ২৮ লক্ষ জনসংখ্যার এই দ্বীপটি এখনও বিপদের মধ্যে রয়েছে। বর্তমানে ঝড়টি খুব কম গতিতে উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে হ্যারিকেনের কেন্দ্রের গতি যত কম হবে, তার প্রভাব তত বেশি হবে।

২৮১ কিমি বেগে আছড়ে পড়বে হ্যারিকেন!

মার্কিন আবহাওয়া ট্র্যাকারদের মতে, মেলিসা এখনও ঘণ্টায় ৩.৬ কিলোমিটার (২ মাইল প্রতি ঘণ্টা) বেগে উত্তর-পশ্চিমে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার কোনও এক সময় ঝড়ের কেন্দ্র জ্যামাইকার দক্ষিণ উপকূলে পৌঁছাতে পারে। তবে ঝড়ের সবচেয়ে খারাপ প্রভাব কয়েক ঘন্টা আগে থেকেই শুরু হবে। হ্যারিকেন মেলিসা একটি ক্যাটাগরি ৫ হ্যারিকেন, যা জ্যামাইকার কিংস্টন থেকে প্রায় ২৪০ কিলোমিটার (১৫০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অগ্রসর হচ্ছে এবং ঘণ্টায় ২৮১ কিলোমিটার (১৭৫ মাইল প্রতি ঘণ্টা) বেগে হাওয়া বইছে। এটি আটলান্টিক মহাসাগরে রেকর্ড করা সবচেয়ে তীব্র হ্যারিকেনের মধ্যে একটি।

মৃত বেশ কয়েকজন

এই বিরল ক্যাটাগরি ৫ হ্যারিকেনের বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৮১ কিলোমিটার (১৭৫ মাইল)। এটিকে এই বছরের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন হিসেবে আখ্যা দিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। জ্যামাইকার বাইরের অংশে প্রবল হাওয়া বইছে এবং বৃষ্টিপাত হচ্ছে। জ্যামাইকার ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলগুলির জন্য বাধ্যতামূলক স্থানান্তরের নির্দেশ জারি করা হয়েছে। মেলিসার আঘাতে হাইতি এবং জ্যামাইকায় এখনও অবধি তিনজন করে এবং ডোমিনিকান প্রজাতন্ত্রে একজন নিহত হয়েছেন।

Leave a Comment