গত ৫ বছরে দেশের বেকারত্বের পরিসংখ্যান কেমন? অভিষেকের প্রশ্নের উত্তর দিল কেন্দ্র

Unemployment Rate India

সৌভিক মুখার্জী, কলকাতা: গত পাঁচ বছরে দেশ জুড়ে বেকারত্বের পরিসংখ্যান (Unemployment Rate India) কী বলছে? সংসদে এই উত্তর জানতে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক সেই পরিসংখ্যান জানাল। জানা গিয়েছে, গত পাঁচ বছরে দেশে সামগ্রিকভাবে বেকারত্বের হার অনেকটাই কমেছে। কিন্তু যুব সমাজের মধ্যে পরিসংখ্যান খুব একটা ভালো নয়। কী বলছে সামগ্রিক রিপোর্ট?

আসলে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেকারত্ব নিয়ে সংসদে পাঁচটি প্রশ্ন তুলেছিলেন। তিনি লিখেছিলেন, বেকারত্ব নিয়ে কেন্দ্র সরকারের কাছে যদি গ্রাম-শহর, নারী-পুরুষ, যুব সমাজ ও রাজ্যভিত্তিক সমস্ত তথ্য থাকে, তাহলে যা প্রকাশ করতে হবে। আর যদি না থাকে, তাহলে কেন নেই তার জবাবও দিতে হবে কেন্দ্রকে। অভিষেকের প্রশ্ন ছিল, গত কয়েক বছরে সামগ্রিকভাবে দেশের বেকারত্বের হার একইরকম নাকি পরিবর্তন এসেছে তার বিস্তারিত রিপোর্ট। নারী এবং যুবকদের মধ্যে বেকারত্ব কতটা বেড়েছে? যদি না বাড়ে তাহলে তার নেপথ্যে কারণ কী কী? গত ৫ বছরে নারী এবং যুবকদের কর্মসংস্থানের জন্য কেন্দ্র সরকার কতটা উদ্যোগী হয়েছে এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট।

কী বলল কেন্দ্র সরকার?

শ্রম এবং কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী সুশ্রী শোভা করন্দলাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন। গোটা দেশের বর্তমান বেকারত্বের পরিসংখ্যানও তুলে ধরেছেন তিনি। সেই অনুযায় জানা গিয়েছে, দেশের বেকারত্বের হার ক্রমশ হ্রাস পাচ্ছে। গত পাঁচ বছরে অনেকটাই কমেছে বেকারত্ব। কেন্দ্র সরকার জানিয়েছে, ২০১৯-২০ সালে দেশে ১৫ বছর কিংবা তার বেশি বয়সের ব্যক্তিদের মধ্যে বেকারত্বের হার ছিল ৪.৮%। আর ২০২০-২১ সালে তা এসে দাঁড়িয়েছে ৪.২%। ২০২১-২২ সালে ৪.১%, ২০২২-২৩ সালে ৩.২%, ২০২৩-২৪ সালে ৩.২% আর বর্তমানে আরও কম।

তবে হ্যাঁ, যুব সমাজের মধ্যে বেকারত্বের হার খুব একটা সন্তোষজনক নয়। কারণ, শ্রম মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২০১৯-২০ সালে দেশে ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ছিল ১৫%, ২০২০-২১ সালে ছিল ১২.৯%, ২০২১-২২ সালে ১২.৪%, ২০২২-২৩ সালে ১০%, ২০২৩-২৪ সালে তা দাঁড়িয়েছে ১০.২%।

আরও পড়ুন: বড় ধাক্কা রাজ্য সরকারকে! ১৬০০ সুপার নিউমেরারি পোস্ট বাতিল করল হাইকোর্ট

রিপোর্ট অনুযায়ী, কর্মসংস্থানে মহিলারা পুরুষের থেকে পিছিয়ে রয়েছে। এমনকি গ্রামাঞ্চলের মহিলাদের থেকে শহরের মেয়েরাই বেকারত্ব দিক থেকে এগিয়ে রয়েছে। কারণ, ২০১৯-২০ সালে দেশের গ্রামাঞ্চলে ৪.৫% পুরুষ এবং ২.৬% মহিলা বেকার ছিলেন। সেখানে ২০২৩-২৪ সালে তা পুরুষদের মধ্যে ২.৭% এবং মহিলাদের মধ্যে ২.১% দাঁড়িয়েছে। পাশাপাশি ২০১৯-২০ সালে শহরাঞ্চলে বেকার পুরুষ ছিল ৬.৪% আর বেকার মহিলা ছিল ৮.৯%। তবে ২০২৩-২৪ সালে তা কমে দাঁড়িয়েছে পুরুষদের ক্ষেত্রে ৪.৪% এবং মহিলাদের ক্ষেত্রে ৭.১%। ফলত সামগ্রিকভাবে দেশের বেকারত্বের হার অনেকটাই কমেছে।

Leave a Comment