সহেলি মিত্র, কলকাতাঃ এসে গেল আরও একটা বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই টিআরপি তালিকা (TRP List)। এই দিনই বাংলা সিরিয়ালপ্রেমীদের মধ্যে এক টানটান উত্তেজনা কাজ করে। একদিকে যখন বাংলা সিরিয়ালগুলির জন্য বৃহস্পতিবার দিনটি খুব গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই বিনোদনপ্রেমীদের কাছেও আজকের দিনটি সমানভাবে গুরুত্বপূর্ণ। এর কারণ বৃহস্পতিবার দিনটিতেই জানা যায় কোন সিরিয়াল এগিয়ে গেল আর কোন সিরিয়াল পিছিয়ে গেল। আজও তার ব্যতিক্রম ঘটল না। সামনে এল টিআরপি তালিকা। কিন্তু এই সপ্তাহে যে মেগাটি বেঙ্গল টপার হয়েছে নাম শুনলে অবাক হয়ে যাবেন। চলুন জেনে নেবেন সবটা।
চলতি সপ্তাহে বেঙ্গল টপার কে?
ফের একবার স্বমহিমায় ফিরে এল স্টার জলসার। হ্যাঁ একদম ঠিক আন্দাজ করেছেন, বেশ কিছু সময় পর ফের একবার বেঙ্গল টপার হল পরশুরাম আজকের নায়ক। এই সপ্তাহে মেগাটির প্রাপ্ত নম্বর ৭.১। আর এই নিয়ে পরশুরাম ১৮ বার বেঙ্গল টপার হল। অপরদিকে ৬.৬ রেটিংস পেয়ে দ্বিতীয় হয়েছে রাঙামতি। তবে এবারে এক ধাক্কায় তিন নম্বরে নেমে এসেছে জি বাংলার পরিণীতা। আগের সপ্তাহে বেঙ্গল টপার হলেও চলতি সপ্তাহে এই মেগা ৬.৪ রেটিংস পেয়ে তৃতীয় হয়েছে। সম্প্রতি এই সিরিয়াল ১ বছর কমপ্লিট করেছে। তাঁরই মাঝে তিন নম্বরে নেমে এল মেগা।
এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা
দেখুন এক থেকে দশে কোন কোন মেগা আছে।
- বেঙ্গল টপার- পরশুরাম 7.1
- দ্বিতীয়- রাঙামতি 6.6
- তৃতীয়- পরিণীতা 6.4
- চতুর্থ- জগদ্ধাত্রী, রাণী ভবানী, চিরসখা 6.2
- পঞ্চম- চিরদিনই তুমি যে আমার 6.1।
- ষষ্ঠ- আমাদের দাদামণি 5.9
- সপ্তম- ফুলকি 5.8
- অষ্টম- ও মোর দরদিয়া 5.7
- নবম- জোয়ার ভাঁটা 5.6
- দশম- লক্ষ্মী ঝাঁপি 5.3