সৌভিক মুখার্জী, কলকাতা: সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় (Saudi Arabia Bus Accident) মৃত্যু ৪২ জন ভারতীয়র। জানা যাচ্ছে, রবিবার মাঝরাতে মক্কা থেকে একটি বাসে করে উমরাযাত্রীরা মদিনার দিকে যাচ্ছিলেন। যাত্রাপথে এক ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই যাত্রীবোঝাই বাসটির। এর জেরে বাসটিতে আগুন ধরে যায় এবং জ্বলন্ত পুড়ে মারা যায় ৪২ জন যাত্রী।
ভয়াবহ ঘটনা সৌদি আরবে
এএনআই সূত্রে খবর, ওই দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমাচ্ছিলেন। ভারতীয় সময় প্রায় রাত দেড়টা নাগাদ যাত্রীবাহী ওই বাসটির সঙ্গে ট্যাঙ্কারের ধাক্কা লেগে আগুনে ঝলসে মৃত্যু হয় ওই নিরীহ ভারতীয় যাত্রীদের। বাসটির অধিকাংশ যাত্রী হায়দ্রাবাদের বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার পর উদ্ধারকার্য শুরু করেন। এমনকি রাতভর দমকল এবং উদ্ধারবাহিনীর তৎপরতায় চলে উদ্ধারকার্য। তবে সরকারিভাবে এখনও পর্যন্ত সঠিক মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়নি।
Breaking:
A tragic bus crash near Medina, Saudi Arabia, claimed at least 42 Indian Umrah pilgrims, early Monday.The vehicle, heading from Mecca to Madinah, slammed into a diesel tanker around 1:30 a.m. IST at Mufrihat, sparking a massive blaze that charred passengers asleep… pic.twitter.com/tYK73UtLej
— Global Report (@Globalrepport) November 17, 2025
রিপোর্ট অনুযায়ী, মৃতদের মধ্যে বেশিরভাগই ছিল মহিলা এবং শিশু। ঝলসে যাওয়া দেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এমনকি দেহগুলিকে সনাক্তকরণের কাজ চলছে। সূত্রের খবর, বাস যাত্রীদের মধ্যে একজন বেঁচেও গিয়েছেন। তবে তার অবস্থা গুরুতর। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে তেলেঙ্গানা সরকার রিয়াধে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।
আরও পড়ুনঃ আজই মৃত্যুদন্ড দেওয়া হতে পারে হাসিনাকে! মামলার রায় ঘোষণার আগেই উত্তাল ঢাকার রাজপথ
এই ঘটনা নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে লিখেছেন, সৌদি আরবের মদিনায় যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তা সত্যিই মর্মান্তক। রিয়াধে ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় আমাদের কনসুলেট এই দুর্ঘটনায় নিহত ভারতীয়দের উপর এবং তাদের পরিবারের পাশে থেকে সর্বত্র সাহায্য করছে। তাদের পরিবার-পরিজনদের জন্য রইল গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। উল্লেখ্য, ২৪ ঘন্টার জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। তা হল ৮০০২৪৪০০৩।