গভীর নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টির সতর্কতা ২ জেলায়, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতা: আশঙ্কা বঙ্গোপসাগরে তৈরি হলো গভীর নিম্নচাপ। ইতিমধ্যে ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে, উত্তর বঙ্গোপসাগরে নতুন গভীর নিম্নচাপের সৃষ্টি করেছে। আর এই নিম্নচাপের জেরে বাংলার জেলায় জেলায় ব্যাপক বৃষ্টি নামবে। আজ শুক্রবার থেকেই বদলে যাবে জেলার আবহাওয়া। ইতিমধ্যে সকাল থেকে বাংলার আকাশ মেঘে থেকে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তীব্র ঝড় বৃষ্টি শুরু হবে বিভিন্ন জায়গায় বলে খবর। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (IMD) জানিয়েছে, ২৫ থেকে ২৮ জুলাই পর্যন্ত কিছু উপ-হিমালয় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  তাহলে আর দেরি না করে জেনে নিন আজ শুক্রবার সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সর্তকতা জারি করা হয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বাদবাকি জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল সম্পর্কে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায়। এ ছাড়া বাদবাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে খবর।

আগামীকালের আবহাওয়া

শনিবার বাংলার আবহাওয়া কেমন থাকবে আসা যাক সে সম্পর্কে। এদিন দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সপ্তাহান্তেও বাংলায় ঝড় বৃষ্টির দাপট বজায় থাকবে বলে খবর। উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

Leave a Comment