গম্ভীরের একার দ্বারা হচ্ছে না! টিম ইন্ডিয়ার দুজন কোচ প্রয়োজন? মুখ খুললেন কপিল দেব

Kapil Dev On Team India about split coaching for white and red ball Cricket

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বেশিদিন হয়নি লাল বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে চুনকাম হয়েছে ভারত। সেই যন্ত্রণার দাগ বোধহয় আগামী কিছু বছরেও মুছতে পারবে না ভারতীয় দল। আর এই চূড়ান্ত ব্যর্থতার পরই কাঠগড়ায় তোলা হয়েছিল প্রধান কোচ গৌতম গম্ভীরকে।
ক্রিকেট মহলের বেশিরভাগেরই দাবি, তিনি যবে থেকে ভারতের কোচ হয়েছেন ঠিক তবে থেকেই টেস্ট ক্রিকেটে চরম দুর্দশা হয়েছে টিম ইন্ডিয়ার। এদিকে সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত ছন্দে ভারত। তাই একদিকে ওয়ানডে এবং টি টোয়েন্টি, অন্যদিকে টেস্ট এই দুই বিভাগের জন্য আলাদা আলাদা কোচের দাবি জানিয়েছিলেন ভক্তরা। এবার তা নিয়েই নীরবতা ভাঙলেন ভারতীয় কিংবদন্তি কপিল দেব (Kapil Dev On Team India)।

টিম ইন্ডিয়ার জন্য দুজন কোচ প্রয়োজন?

দক্ষিণ আফ্রিকার কাছে টেস্টে মুখ পুড়তেই দানা বেঁধেছিল জল্পনা। সমাজ মাধ্যমে অনেকেই দাবি করছিলেন, ভারতীয় দলে এখন দুজন কোচের প্রয়োজন। গৌতম গম্ভীর সাদা বলের ক্রিকেট সামলাবেন এবং আরেকজন দক্ষ কেউ লাল বলের ক্রিকেটে ভারতকে রক্ষা করবেন। এবার তা নিয়েই মুখ খুললেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। সম্প্রতি একটি মিডিয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছে, “লাল বল এবং সাদা বলের ক্রিকেটে আলাদা আলাদা কোচ প্রয়োজন কিনা এই উত্তর আমি দিতে পারি না। ভারতীয় ক্রিকেট বোর্ড দায়িত্বে রয়েছে। দলের জন্য যেটা ভাল তারা সেটাই করুক।”

এদিন কপিল দেব স্পষ্ট জানান, “সবাইকে এই বিষয় নিয়ে এত মাথা ঘামাতে হবে না। ভারতীয় দলের লাল বল এবং সাদা বলের ক্রিকেটে আলাদা আলাদা কোচ প্রয়োজন কিনা সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড ঠিক করে নেবে.. ঠিক কী করলে টিম ইন্ডিয়ার মঙ্গল সেটা BCCI এর হাতেই ছেড়ে দেওয়া হোক।” এক কথায়, এদিন জাতীয় দলের জন্য আলাদা আলাদা কোচের প্রসঙ্গে একেবারে ঢুকতেই চাননি 1983 র বিশ্বকাপের নায়ক।

অবশ্যই পড়ুন: ‘KKR আমার জীবন বদলে দিয়েছে’, IPL এর আগেই অকপট বৈভব আরোরা

IPL খেলার চেয়ে ভারতীয় দলের হয়ে খেলা বেশি গুরুত্বপূর্ণ

এদিন ভারতীয় দলের কোচিং প্রসঙ্গে কথা বলার পাশাপাশি কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব এও বলেন, “আগের তুলনায় আজকের পরিস্থিতি অনেকটাই আলাদা। সবাই আজকালকার দিনে টাকাটাই বেশি বোঝে! তবে এমন কিছু খেলোয়াড়ও রয়েছেন যারা মনে করেন দেশের হয়ে খেলাটা আগে প্রয়োজন। আমিও মনে করি সেটাই। আমার মতে, IPL খেলার চেয়ে ভারতের হয়ে খেলা বেশি গুরুত্বপূর্ণ। যদিও সবার চিন্তাভাবনা আলাদা।”

Leave a Comment