বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ 25টা বছর অপেক্ষা করার পর ভারতের মাটিতে একটা গোটা টেস্ট সিরিজ জেতার সৌভাগ্য হয়েছে দক্ষিণ আফ্রিকার। ঠিক অপরদিকে, নিউজিল্যান্ডের পর ফের প্রোটিয়াদের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। তাতে লজ্জার তালিকায় নাম জুড়েছে টিম ইন্ডিয়ার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর 2025-27 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাকিস্তানেরও নিচে জায়গা হয়েছে ভারতের। আর এসব নিয়েই একেবারে তোলপাড় ক্রিকেট মহল। স্লোগান উঠছে প্রধান কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধেও। আর ঠিক সেই আবহে এবার বড় কথা বললেন শুভমন গিল (Shubman Gill)।
গৌতম গম্ভীরের সমালোচনায় সরব ভক্তরা
দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পর ভারতীয় ক্রিকেটারদের ব্যর্থতার বদলে ক্রিকেট ভক্তদের কাঠগড়ায় উঠেছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। ক্রিকেট মহলের একটা বড় অংশের দাবি, গম্ভীর যবে থেকে জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন, সেদিন থেকেই লাল বলের ক্রিকেটে দুর্দশা হয়েছে ভারতের। একের পর এক সহজ টেস্ট সিরিজে হারতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। বলাই বাহুল্য, 2024 সালের জুলাইয়ে প্রথমবারের মতো ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের সিংহাসন দখল করেন গম্ভীর। এরপর থেকে 19টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া, যার মধ্যে 10টি টেস্টই হারতে হয়েছে তাদের। বাকি দুটিতে ড্র এবং 7টিতে জয় পেয়েছে দল।
দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরই বড় কথা বললেন শুভমন
বুধবার, আফ্রিকার কাছে 408 রানের বিরাট ব্যবধানে পরাজয়ের পর নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ভারতীয় ক্রিকেটার। সেখানে শুভমন লেখেন, “সব সময় শান্ত সমুদ্র আপনাকে পথ দেখানো শেখায় না, উল্টে ঝড়ই আমাদের শক্তিশালী করে তোলে। একে অপরের উপর থেকে আস্থা হারালে চলবে না। সেটা রেখেই আমরা একে অপরের জন্য লড়বো, এগিয়ে যাব আরও শক্তিশালী হব।” ভারতীয় ক্রিকেটারের এমন বক্তব্যের মধ্যে একরাশ হতাশা খুঁজে পেয়েছেন নেট দুনিয়ার অনেকেই।
অবশ্যই পড়ুন: ছিলেন বার্সেলোনাতেও! এখন মোহনবাগানের প্রধান কোচ তিনি, কে এই সের্জিও লোবেরা?
উল্লেখ্য, গতকাল হারের পর সাংবাদিক সম্মেলনে এসে গৌতম গম্ভীর একেবারে খোলাখুলি জানিয়েছিলেন, কিছু হলেই প্রথমে তাঁকে নিয়েই সমালোচনা হয়। গম্ভীরের কথায়, “দোষ সকলের। তবে দোষারোপের শুরুটা আমাকে দিয়েই হয়।” এদিন ভারতীয় দলের হেডস্যার এও বলেন, “মনে রাখতে হবে, আমি সেই লোক যার হাত ধরে ইংল্যান্ডে সাফল্য এসেছে। চ্যাম্পিয়নস ট্রফিও আমার কোচিংয়েই জিতেছে ভারত।” এদিন বিশেষ করে টেস্ট ক্রিকেটে নজর দেওয়ার কথা বলেন টিম ইন্ডিয়ার পথপ্রদর্শক।