বিক্রম ব্যানার্জী, কলকাতা: গৌতম গম্ভীরের নীতিকে অগ্রাহ্য করেও নিজের অবস্থানে অনড় থাকতে পারলেন না ভারতীয় মহাতারকা বিরাট কোহলি। জানা যাচ্ছে, দীর্ঘ 15 বছর পেরিয়ে শেষমেষ ফের আসন্ন বিজয় হাজারে ট্রফিতে খেলতে চলেছেন ভারতীয় ব্যাটার (Virat Kohli In Domestic Cricket)। এ নিয়ে গতকালই দিল্লি ক্রিকেট সংস্থা একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আসন্ন বিজয় হাজারে ট্রফিতে দেখা যাবে বিরাট কোহলিকে। এক কথায়, গম্ভীরের নীতিকে বুড়ো আঙুল দেখালেও ঘরোয়া ক্রিকেটের সীমিত ওভারে ফিরতেই হচ্ছে তাঁকে।
গম্ভীরের নীতি অমান্য করতে পারলেন না কোহলি!
সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কড়া নির্দেশ এসেছিল, জাতীয় দলে টিকে থাকতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে প্লেয়ারদের। মূলত গৌতম গম্ভীর জামানাতেই এই নীতির মুখে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। একাধিক সূত্রের খবর, প্রথমদিকেই ঘরোয়া ক্রিকেটে খেলতে রাজি হয়ে গিয়েছিলেন রোহিত শর্মা। জানা যায়, ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি ট্রফির টি-টোয়েন্টি ম্যাচে খেলার জন্য হ্যাঁ বলে দিয়েছিলেন হিটম্যান। সেই সূত্রেই আগামী দিনে তাঁকে মুম্বইয়ের হয়ে মাঠে দেখা যেতে পারে।
তবে, বন্ধু রাজি হলেও ঘরোয়া ক্রিকেটে খেলতে চাননি বিরাট কোহলি। এ নিয়ে প্রথমদিকে বিরাট খোলাখুলি কিছু না জানালেও গত রবিবার সেঞ্চুরির পরই মাঠেই কোহলি জানিয়ে দিয়েছিলেন, তিনি মাঠের অনুশীলনে বিশ্বাসী নন। তাঁর কাছে মানসিক প্রস্তুতি সবচেয়ে বড়। পরবর্তীতে এ কথা ক্যামেরার মুখোমুখি হয়েও জানান রাজা কোহলি। শুধু তাই নয়, সূত্রের খবর, বিরাট নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডকেও সাফ জানিয়ে দেন, তিনি বিজয় হাজারেতে খেলবেন না। তবে এসব সত্ত্বেও গতকাল দিল্লি ক্রিকেট সংস্থার সচিব অশোক শর্মা জানান, “আসন্ন বিজয় হাজারে ট্রফিতে খেলবেন বিরাট। তিনি নিজেই এ কথা আমাদের জানিয়েছেন।”
অবশ্যই পড়ুন: যুদ্ধে ভারতের পাশে ঢাল হয়ে দাঁড়াবে রাশিয়া! পুতিন দেশে আসার আগেই বিরাট চুক্তি
বলাই বাহুল্য, দিল্লি ক্রিকেট সংস্থার সচিবের তরফে কোহলিকে নিয়ে এমন নিশ্চয়তার কথা প্রকাশে আসতেই কেউ কেউ বলছেন, শেষ পর্যন্ত গম্ভীরের নীতি অমান্য করে থাকতে পারলেন না কোহলি। তাঁকে ঘরোয়া ক্রিকেটের সীমিত ওভারের ম্যাচে নামতেই হচ্ছে। যদিও কোহলি আদৌ ঘরোয়া ক্রিকেটে খেলবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত বিশ্বাসের জায়গা তৈরি হয়নি চিকু ভক্তদের। তবে শেষ পর্যন্ত বিরাট যদি বিজয় হাজারেতে নামেন সেক্ষেত্রে 2010 এর পর 15 বছরের অপেক্ষা ঘুঁচবে সমর্থকদের।