গম্ভীরের প্রিয় পাত্র হর্ষিত রানাকে শাস্তি দিল ICC

ICC Punishment To Harshit Rana for Unacceptable behaviour against South Africa match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটের নিয়ম ভেঙেছেন গৌতম গম্ভীরের প্রিয় পাত্র হর্ষিত রানা। তাই স্বাভাবিকভাবেই তাঁর ঘাড়ে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের শাস্তির খাড়া (ICC Punishment To Harshit Rana)। জানা যাচ্ছে ICC র শৃঙ্খলাবিধির 2.5 ধারা ভেঙেছেন ভারতীয় পেসার। এই ধারার অধীনেই কোনও ব্যাটসম্যানকে আউট করার পর পাল্টা কোনও ভাষা প্রয়োগ, কাজ বা অঙ্গভঙ্গি করলে এক কথায় অগ্রহণযোগ্য প্রতিক্রিয়া জানালে শাস্তি পেয়ে থাকেন বোলাররা। সেই নিয়মই খেটে গিয়েছে রানার ক্ষেত্রেও।

কী এমন করেছিলেন রানা?

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর কাছ থেকে রানার শাস্তি পাওয়ার কারণ জানতে কিছুটা পিছিয়ে যেতে হবে। প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ইনিংস চলাকালীন 22 তম ওভারে বল করার সময় ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করে একেবারে আঙুল দেখিয়ে তাঁকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দেন হর্ষিত। আর সেটাই কাল হয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মনে করে, কোনও ব্যাটসম্যানকে আউট করার পর এই ধরনের আচরণ একেবারেই ঠিক নয়। এতে ব্যাটার প্ররোচিত হতে পারে।

যদিও, দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ব্রেভিস রানার অমন আচরণে কোনও প্রতিক্রিয়া দেখেননি। তবে নিজের অগ্রহণযোগ্য আচরনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে শাস্তি এড়াতে পারলেন না ভারতীয় ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে আঙুল দিয়ে ইশারা করার কারণে রানার নামের পাশে বসেছে একটি ডিমেরিট পয়েন্ট। এক কথায়, গম্ভীরের প্রিয় পাত্রকে কঠিন শাস্তি দেয়নি ICC। আসলে গত 24 মাস অর্থাৎ দু বছরে রানার এটাই প্রথম অপরাধ। তাই তাঁকে অল্প শাস্তিতেই ছাড়া হয়েছে।

অবশ্যই পড়ুন: কেন বাড়ছে মুরগির ডিমের দাম? জানালেন কারণ, বিঁধলেন কেন্দ্রকেও

বলাই বাহুল্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর তরফে ভারতীয় পেসারকে 1 ডিমেরিট পয়েন্ট দিয়ে আপাতত নিস্তার দিলেও আগামী দিনে একই ঘটনার পুনরাবৃত্তি অর্থাৎ রানা যদি পরেও একই অপরাধ করেন সেক্ষেত্রে শাস্তির মাত্রা বাড়িয়ে দিতে পারে ICC। সেই ইঙ্গিত ইতিমধ্যেই দিয়ে রেখেছে জয় শাহের সংস্থা। যদিও শাস্তি নিয়ে আপাতত মুখ খোলেননি ভারতীয় তারকা হর্ষিত। না বললেই নয়, গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে 10 ওভারের কোটায় 3টি গুরুত্বপূর্ণ তুলেছিলেন গম্ভীরের এই প্রিয় পাত্রই।

Leave a Comment