গম্ভীর কোচের পদ ছাড়লেই ২০২৬ এ টেস্ট ক্রিকেটে ফিরতে পারেন বিরাট কোহলি, বড় খবর

Virat Kohli may comeback to test cricket with this condition

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লাল বলের ক্রিকেট থেকে বিরাট কোহলির (Virat Kohli) অবসর বহুদিন হল। আর কি টেস্ট ক্রিকেটে ফিরবেন তিনি? বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে 2026 সালেই ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তন হতে পারে বিরাটের। তবে রয়েছে একটি বিশেষ শর্ত। এ নিয়ে মুখ খুলে সাংবাদিক রোহিত জুগলান জানিয়েছেন, ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর কোচের পদ থেকে সরে গেলেই টেস্টে ফিরতে পারেন বিরাট।

সত্যিই কি টেস্টে ফিরবেন বিরাট কোহলি?

সম্প্রতি পরিচিত সাংবাদিক রোহিত জুগলান একটি ইউটিউব ভিডিওতে দাবি করেছেন, বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে ফিরে আসতে পারেন। তবে কোহলির প্রত্যাবর্তনের জন্য প্রয়োজন গৌতম গম্ভীরের কোচের পদ প্রত্যাহার। এক কথায়, টিম ইন্ডিয়ার প্রধান কোচের পদ থেকে গৌতম গম্ভীর সরে গেলেই ভারতীয় দলের হয়ে ফের লাল বলের ক্রিকেট খেলতে পারেন কোহলি।

অবশ্যই পড়ুন: এবারেও বাদ শামি, ফিরলেন আইয়ার! কিউই সিরিজের দল ঘোষণা BCCI-র

এ নিয়ে রোহিতের বক্তব্য, “গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির মধ্যে বর্তমানে কিছুই ঠিক চলছে না। দুজনেই আপাতত একে অপরের সাথে খুব একটা কথা বলেন না। হয়তো এই কারণেই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন বিরাট।” বেশ কয়েকটি সূত্র দাবি করছে, কোহলি মনে প্রানে চান ভারতকে লাল বলের ক্রিকেটে এগিয়ে নিয়ে যেতে। এ জন্য যে প্রধান কোচের পদে বদল প্রয়োজন সেটা তিনি নিজেও বোঝেন। বেশ কয়েকটি প্রতিবেদন দাবি করছে, এ বছর যদি শেষ পর্যন্ত গৌতম গম্ভীর প্রধান কোচের পদ হারান সেক্ষেত্রে লাল বলের ক্রিকেটে কোহলির প্রত্যাবর্তন দেখবে বিশ্ব ক্রিকেট। যদিও এ নিয়ে বিরাট নিজে কিছুই জানাননি।

অবশ্যই পড়ুন: পাকিস্তানের উপর রেগে লাল সৌদি আরব! মুনিরদের সাথে দেখা করলেন না যুবরাজ সলমান

উল্লেখ্য, গত বছর ইংল্যান্ড সিরিজের ঠিক আগেই 12 মে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন বিরাট কোহলি। এরপরই রটে যায় গৌতম গম্ভীরের সাথে বনিবনা না হওয়ার কারণেই লাল বলের ক্রিকেট ছেড়েছেন কোহলি। সবচেয়ে অবাক করা বিষয়, রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট থেকে সরে যেতেই লাল বলের ক্রিকেটে গম্ভীর জমানায় একেবারে দৈনদশা হয় ভারতের। একের পর এক আসরে জয়ের তুলনায় পরাজয় বেশি দেখেছে টিম ইন্ডিয়া। মূলত এইসব নিয়েই এখন গৌতম গম্ভীরের পদত্যাগ দাবি করছেন ভারতের একটা বড় অংশের ক্রিকেটপ্রেমী।

Leave a Comment