বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন ডিসেম্বরে গড়াবে IPL 2026 এর নিলাম পর্ব। তার আগে আগামীকাল রিটেনশন তালিকা প্রকাশ করবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 10 দল। আর সেই আবহেই প্রথম ট্রেড করেছে হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস থেকে তাঁরা টেনে নিয়েছে ভারতীয় অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে। এবার শোনা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্সের এক স্পিনারকে ট্রেড করাতে পারে মুম্বই (MI On KKR Spinner)।
এই KKR স্পিনারকে দলে টানতে আগ্রহী মুম্বই
টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্ট অনুযায়ী, শার্দুল ঠাকুরকে LSG থেকে ট্রেড করার পাশাপাশি সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরকে ছেড়ে দিতে পারে MI। এরই মাঝে শোনা গেল, শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স থেকে এক পরিচিত স্পিনারকে দলে ভেড়াতে একেবারে উঠে পড়ে লেগেছে মুম্বই ইন্ডিয়ান্স। রিপোর্ট অনুযায়ী, নাইট শিবিরের স্পিনার মায়াঙ্ক মার্কান্ডেকে নিয়ে নাকি ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছে হার্দিক পান্ডিয়ার দল।
ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, ঘরের ছেলেকে ঘরে ফেরাতে পিছু পা হবেনা MI। তবে সে ক্ষেত্রে মার্কান্ডেকে কলকাতা থেকে ট্রেড করার পর তাঁর পরিবর্তে কোন প্লেয়ারকে নাইট শিবিরে ছাড়া হবে, সেই তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে নাইট তারকা যদি মুম্বই শিবিরে যেতে পারেন তাহলে দীর্ঘ সময় পর ফের ঘরের মাঠে বল হাতে নেমে পড়তে পারবেন তিনি।
অবশ্যই পড়ুন: নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বিপুল অর্থপ্রাপ্তি হবে এই ৩ রাশির! ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার
উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 2018 সিজনে প্রথমবারের মতো মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই IPL এ হাতেখড়ি হয়েছিল মায়াঙ্ক এর। তবে 2019 এ রাহুল চাহারকে দলে নেওয়ার পর গুরুত্বের তালিকা থেকে বাদ করেন মার্কান্ডে। পরে শেষ পর্যন্ত গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 30 লাখে ভারতীয় বোলারকে কিনে নেয় KKR। এখন দেখার ফের সেই খেলোয়াড়কে মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট ট্রেড করে কিনা। এদিকে শোনা যাচ্ছে, নাইট তারকার পাশাপাশি হায়দরাবাদ থেকে পুরনো সঙ্গী রাহুল চাহারকেও দলে টানতে পারে MI।