সহেলি মিত্র, কলকাতাঃ আর মাত্র কিছুক্ষণ, ব্যস তারপরেই আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে বাংলাজুড়ে। বর্তমানে অতি সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। সেইসঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। দুইয়ের দাপটে আজ বৃহস্পতিবার থেকে বিপুল বৃষ্টি নামবে বাংলাজুড়ে। আবহাওয়াবিদরা জানিয়েছে, জোড়া ঘূর্ণাবর্তের মধ্যে থেকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান বদল করে আরও উত্তর দিকে সরেছে। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার থেকে। তা চলবে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আবহাওয়ার (Weather) হাল হকিকত সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলী, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদীয়া অর্থাৎ সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। তবে স্বাভাবিকের তুলনায় বেশি বর্ষণের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া,বীরভূম, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদে। বৃষ্টির সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার ভারী বৃষ্টি (৭-১১ সেমি)-র সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বাদবাকি জেলা যেমন কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট বজায় থাকবে।
আগামীকালের আবহাওয়া
শুক্রবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়? হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এদিনও দুর্যোগ অব্যাহত থাকবে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। ১৩ সেপ্টেম্বর থেকে আবার উত্তরবঙ্গের জেলায় অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলী, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদীয়া অর্থাৎ সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে।