বিক্রম ব্যানার্জী, কলকাতা: এলাকার গবাদি পশুর সাথে কু আচরণের অভিযোগ উঠল শিলিগুড়ির এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় সংবাদ মারফত খবর, শিলিগুড়ি পুরনিগমের 41 নম্বর ওয়ার্ডের উল্কা ক্লাব এলাকায় একটি গরুর সাথে অগ্রহণযোগ্য আচরণ করতে গিয়ে ধরা পড়েন আবদুল সাজিন নামক এক যুবক। গোটা ঘটনায় ছিঃ ছিঃ পড়ে গিয়েছে নানা মহলে।
স্থানীয়দের তৎপরতায় গ্রেপ্তার অভিযুক্ত
সূত্রের খবর, শিলিগুড়ির উল্কা ক্লাব ময়দান চত্বরের স্থানীয়দের তৎপরতায় অভিযুক্ত আবদুলকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় ক্লাব ময়দান চত্বরে একটি গরুর সাথে অগ্রহণযোগ্য যৌন আচরণ করেছিল অভিযুক্ত।
স্থানীয়রা সেই ঘটনার সাক্ষী হতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় প্রশাসনকে। আর এরপরই আবদুল সাজিন নামক ওই যুবককে আটক করে ভক্তিনগর থানার পুলিশ। যদিও এমন ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছেন পশু প্রেমী সংগঠন থেকে শুরু করে বহু বিদ্যজনেরা।
পুলিশ সূত্রে খবর, সেদিন রাতে পুরোপুরি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন ওই যুবক। এরপরই উল্কা ক্লাব ময়দানে একটি গরুকে দাঁড়িয়ে থাকতে দেখে তাঁর সাথে নোংরা আচরণ করার চেষ্টা করেন তিনি। তবে ওই যুবকের নাম পরিচয় জানা গেলেও তাঁর বাড়ি কোথায় কিংবা পরিবারে কজন রয়েছেন, সে বিষয়ে এখনও কোনও তথ্য মেলেনি।
অবশ্যই পড়ুন: লালকেল্লায় ১২তম পতাকা উত্তোলন করবেন মোদি! নেহেরু, গন্ধীদের থেকে কত পিছিয়ে নরেন্দ্র?
উল্লেখ্য, গবাদি পশুর সাথে এমন অগ্রহণযোগ্য আচরণের নিন্দা জানানোর পাশাপাশি এমন ঘটনাকে সামাজিক অবক্ষয় হিসেবে দেখছেন পশু প্রেমি সংগঠন থেকে শুরু করে ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা।
জানা যাচ্ছে, অবলা জন্তুর সাথে হওয়া নক্কারজনক ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই ভক্তিনগর থানায় একটি লিখিত স্মারকলিপি জমা দিয়েছেন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। তাছাড়াও গোটা ঘটনার নিন্দা জানিয়ে ওই অভিযুক্তর কঠোর শাস্তি দাবি করেছেন স্থানীয় কাউন্সিলর শিবিকা মিত্তালও।
শিলিগুড়ি পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের উল্কা ক্লাব স্থিত এলাকায় গবাদি পশুর সঙ্গে কু আচরণের অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত
Posted by Khabar Samay বাংলা on Tuesday, August 12, 2025