বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের বাঙালি জাতিকে গর্বিত করল বঙ্গ কন্যারা! এ নিয়ে তৃতীয় বারের মতো জাতীয় স্কুল গেমসে (National School Games) সোনা জিতল বাংলার মেয়েরা। উত্তরপ্রদেশের বেরেলিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া 69তম অনূর্ধ্ব 17 জাতীয় স্কুল গেমসে বালিকা বিভাগের ভলিবল প্রতিযোগিতার ফাইনালে রাজস্থানকে উড়িয়ে বাংলার নাম উজ্জ্বল করল বঙ্গের মেয়েরা। যার জেরে একটানা তৃতীয় বারের মতো সোনা এল এ রাজ্যে। জাতীয় স্তরে সোনালী সাফল্যের পর নানা মহল থেকে প্রশংসা পাচ্ছেন বঙ্গের লড়াকুরা।
একের পর এক আসরে ক্ষমতা দেখিয়ে ফাইনাল দখল বঙ্গ কন্যাদের
অনূর্ধ্ব 17 জাতীয় স্কুল গেমসের বালিকা বিভাগের ভলিবল প্রতিযোগিতার গ্রুপ পর্বে দাপট দেখিয়ে প্রি-কোয়াটার ফাইনালে জায়গা করে নেয় বাংলা। এরপর সেখানে বঙ্গ কন্যাদের প্রতিপক্ষ হয়েছিল পাঞ্জাব। সেই পর্বে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে পরের ধাপ অর্থাৎ কোয়ার্টার ফাইনালে হরিয়ানা দলের মুখোমুখি হয় তাঁরা। সেখানেও একই ঘটনা ঘটিয়ে সেমিফাইনালে কেরালার বিরুদ্ধে মাঠ দখল করে বাংলার কন্যাশ্রীরা। সেই আসরে একেবারে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেরালাকে বধ করে ফাইনাল নিশ্চিত করে প্রমিলা বাহিনী। সেখান থেকেই রাজস্থানকে সরিয়ে দিয়ে ইতিহাস লিখল বঙ্গের ভবিষ্যৎ প্রজন্ম।
বলাই বাহুল্য, রাজস্থানের বিরুদ্ধে জয়ের মুখ খোলাটা একেবারে যে সহজ ছিল সেটা বললে ভুল হবে। তবে চূড়ান্ত লড়াইয়ের মধ্যে দিয়ে শক্তিশালী দলের বিরুদ্ধে জয়টা কার্যত একতরফাই করে ফেলেছিল বঙ্গের পৌলোমী শর্মারা। শেষ পর্যন্ত সেখান থেকেই নিতু রাজভর, শ্রদ্ধা সরকার, তনুশ্রী রায়দের সঙ্গবদ্ধ লড়াইকে এগিয়ে রেখেই 25-15, 25-19 এবং 25-7 ফলাফল নিয়েই জয়ের রাস্তা খুঁজে নেয় বাংলা দল।
অবশ্যই পড়ুন: খরচ দৈনিক ৯ টাকারও কম! পড়ুয়াদের জন্য ধামাকা প্ল্যান চালু করল BSNL
উল্লেখ্য, জাতীয় পর্যায়ের লড়াইয়ে গোটা প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম করে সেরা মিডিল ব্লকার হয়েছেন হুগলির সরন্না সাউ। অন্যদিকে প্রতিযোগিতার সেরার তকমাটা গিয়েছে হুগলির পৌলমীর কাছেই। এদিকে টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার পেয়েছেন সেই হুগলিরই নিতু রাজভর। সব মিলিয়ে, একেবারে কোমর বেঁধে লড়ে ভিন রাজ্যের প্রতিপক্ষদের গুঁড়িয়ে দিয়ে বাংলার মুখ উজ্জ্বল করলেন রাজ্যের সাহসীরা। ফলে নানা মহল থেকে মিলেছে অসংখ্য প্রশংসা। বঙ্গ কন্যাদের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।