গর্বের খবর! দেশীয় সোডিয়াম আয়ন ব্যাটারি তৈরি করে তাক লাগালেন কলকাতার বিজ্ঞানীরা

RISE Bengal Scientist Developed Sodium-ion Battery

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লিথিয়াম নয়, এবার দেশীয় সোডিয়াম আয়ন ব্যাটারি (Sodium-ion Battery) তৈরি করে তাক লাগলেন কলকাতা ভিত্তিক রিসার্চ ইনস্টিটিউট ফর সাসটেইনেবল এনার্জির একদল বাঙালি বিজ্ঞানী। তাঁদের দাবি, তাঁরা যে ব্যাটারি তৈরি করেছেন তা মাত্র কয়েক মিনিটে 94 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। শুধু তাই নয়, 2-3 বছরের জন্য এটি বাণিজ্যিকীকরণ করা যেতে পারে।

লিথিয়াম আয়নের থেকে দ্রুত চার্জ হবে এই ব্যাটারি

জনপ্রিয়তার নিরিখে লিথিয়ামকেও ছাড়িয়ে যেতে চলেছে সোডিয়াম ধাতু। এবার সেই ধাতু দিয়েই পাল্লা দিয়ে ব্যাটারি তৈরি করছেন বিশ্বের নানা প্রান্তের বিজ্ঞানীরা। এবার একই পথ অনুসরণ করে বড় দৃষ্টান্ত রাখলেন বাংলার ছেলেরাও। কলকাতার রিচার্জ ইনস্টিটিউট ফর সাসটেইনেবল এনার্জির ওই গবেষক দল বলছেন, ‘লিথিয়াম আয়নের থেকেও দ্রুত, মাত্র 5 মিনিট সময় নিয়েই 94 শতাংশ চার্জ হয়ে যাবে এই ব্যাটার।’

বিশেষজ্ঞ মহলের দাবি, লিথিয়াম আয়ন ব্যাটারি যেখানে নিজেকে পুরোপুরি চার্জ করতে কিছুটা সময় নেয়, সেই তুলনায় দেশীয় সোডিয়াম আয়ন ব্যাটারি অনেক দ্রুত নিজের চার্জ প্রক্রিয়া সম্পন্ন করবে। TCG Crest এর অধীনে থাকা RISE এর সল্টলেক ক্যাম্পাসের বিজ্ঞানীরা দাবি করছেন, ‘ব্যাটারি তৈরির ক্ষেত্রে তাঁরা কোনও রকম কোবাল্ট, নিকেল, তামা এমনকি লিথিয়াম ব্যবহার করে না। এই ব্যাটারি সম্পূর্ণ দেশীয় সোডিয়ামের ওপর ভিত্তি করে তৈরি।’

দ্রুত বাজার দখল করবে সোডিয়াম আয়ন বাটারি?

বহু আগে থেকেই লিথিয়াম আয়নের মতোই সোডিয়াম আয়ন বাটারি তৈরি হচ্ছে। তবে এর ব্যবহার এতদিন তেমন ছিল না। বিগত দিনগুলিতে সময়ের সাথে সাথে সোডিয়াম আয়ন ব্যাটারির উপর বিশ্বাসযোগ্যতা বেড়েছে মানুষের। কাজেই পাল্লা দিয়ে বাড়ছে জনপ্রিয়তাও। বিশেষজ্ঞ মহলের মতে, এই ব্যাটারির মূল উপাদান যেহেতু সোডিয়াম যা প্রকৃতিতে লিথিয়ামের থেকে অনেক বেশি পরিমাণে উপলব্ধ, তাই খুব দ্রুত এই ব্যাটারি বাজার দখল করে নিতে পারবে। বিশেষজ্ঞ মহল বলছে, ‘বর্তমান পৃথিবীতে লিথিয়ামের থেকে সোডিয়ামের পরিমাণ প্রায় 500 গুণ বেশি। ফলত, এই ব্যাটারি বাজারে বেশি জনপ্রিয় হবে এটাই স্বাভাবিক।

অবশ্যই পড়ুন: মুখ্যমন্ত্রী হিসেবে রেকর্ড মমতার! ছাপিয়ে গেলেন বিধান চন্দ্র রায়কে

কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় এই সোডিয়াম আয়ন ব্যাটারি?

লিথিয়াম আয়ন ব্যাটারির মতোই প্রায় সব ক্ষেত্রেই সোডিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা যাবে। গবেষকদের কথায়, ‘ইলেকট্রনিক্স যানবাহন এক কথায় ইলেকট্রিক ভেহিকেল অর্থাৎ ইভিতে এই ব্যাটারি ব্যবহার করা যাবে, সেটা নিশ্চিত। এছাড়াও সব রকম কনজিউমার ইলেকট্রনিক্সের জন্যও সোডিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা যায়।’ কনজিউমার ইলেকট্রনিক্স অর্থাৎ স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, টিভির মতো নানান বৈদ্যুতিক দ্রব্য।

Leave a Comment