প্রীতি পোদ্দার, কলকাতা: ফের খবরের শিরোনামে উঠে এল এক পুলিশের বীরত্বের কাহিনী! আত্মহত্যার হাত থেকে যুবক যুবতীর প্রাণ বাঁচিয়ে প্রশংসার শীর্ষে উঠে এলেন কালনা থানার এক পুলিশকর্মী! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে সেই বীরত্বের কাহিনী তুলে ধরল কালনা থানা।
ভাইরাল পোস্ট
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জেলার কালনা থানার অন্তর্গত একটি এলাকায়। গত সোমবার অর্থাৎ ২১ জুলাই, প্রতিদিনের মত যখন কালনা থানায় কর্মরত সাব ইনস্পেক্টর মহম্মদ ওয়াসিম আকরাম রাতের বেলায় পেট্রোলিং ডিউটি করছিলেন, সেই সময় তাঁর নজরে আসে যে, ওই রাতের অন্ধকারে দুজন যুবক, যুবতী একসাথে রাস্তা থেকে কিছু দুরের একটি জঙ্গলে গাছের মধ্যে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে। তাঁদের দুজনকে এইভাবে দেখে তড়িঘড়ি দ্রুত উদ্ধারের বন্দোবস্ত করেন।
স্থিতিশীল অবস্থা যুবক, যুবতীর
কালনা থানার তরফে জানানো হয়েছে তড়িঘড়ি সেই পুলিশ কর্মী কর্তব্য পালনে অনড় থেকে দক্ষতার সাথে ওই দুজন যুবক যুবতিকে কোনওরকমে পুলিশের ভ্যানে করে নিয়ে গিয়ে সোজা ১৫ কিলোমিটার দুরে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসা করায়। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে সঠিক সময়ে যুবক-যুবতীকে হাসপাতালে নিয়ে আসায় তাদের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। আপাতত তাদের অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুন: ফাঁড়ির সামনেই নাবালিকাকে ওড়না পেঁচিয়ে টেনে নিয়ে গেল ওরা! পশ্চিম মেদিনীপুরে ভয়ঙ্কর ঘটনা
এদিকে এই ঘটনায় বেশ প্রশংসিত হয়েছেন কালনা থানার কর্মরত পুলিশ অফিসার মহম্মদ ওয়াসিম আকরাম। সাধারণ মানুষের বিপদে এইভাবে ঢাল হয়ে প্রাণ রক্ষা করার জন্য স্যালুট জানানো হয়েছে। উল্লেখ্য বরাবরই সমাজের এবং আইনের রক্ষাকর্তা বলা হয়ে থাকে পুলিশকে। সেক্ষেত্রে কিছু অসাধু পুলিশকর্মীর চালচলন এবং অসৎ চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বাকি পুলিশদের দুর্নাম শুনতে হয়, তাই সেক্ষেত্রে এই ঘটনা পুলিশের সন্মান আরও বাড়িয়ে দিয়েছে।