গাজা দখল করবে ইজরায়েল, নেতানিয়াহুর যোজনায় অনুমোদন দিল নিরাপত্তা পরিষদ!

Security Cabinet approves Israel occupation of Gaza

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একের পর এক ইজরায়েলি মারণাস্ত্রের আঘাতে একপ্রকার ধ্বংসপুরীতে পরিণত হয়েছে গাজা। যেসব ফিলিস্তিনিরা বেঁচে রয়েছেন তাঁদের অবস্থা চোখে জল আনবে! আর ঠিক সেই আবহে ফিলিস্তিনি উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহর দখলের দাবি জানিয়ে এসেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবার সেই দাবিতেই অনুমোদন দিল দেশটির নিরাপত্তা পরিষদ/মন্ত্রিসভা।

গাজা দখলের প্রস্তুতি নিচ্ছে ইজরায়েলি সেনা

আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজা দখলের প্রস্তাবে সিলমোহর দিয়ে দিয়েছে মন্ত্রিসভা। আর সেই সূত্র ধরেই এবার, চলছে গাজা দখলের পরিকল্পনা।
রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই দেশটির সেনাবাহিনীকে ফিলিস্তিনি উপত্যকার গাজা শহর দখল নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

সেই মতোই অভিযানে নামতে শেষ পর্বের প্রস্তুতি সারছে ইজরায়েলি সেনাবাহিনী। এ প্রসঙ্গে শুক্রবার অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রিসভা ইজরায়েল প্রধানমন্ত্রীকে হামাসকে পরাস্ত করার অনুমোদন দিয়ে দিয়েছে। সেই মর্মে ইজরায়েলি সেনা গাজা শহর দখল করার প্রস্তুতি নিচ্ছে.. সেই সাথে লড়াই চলাকালীন বেসামরিক জনগোষ্ঠীর জন্য মানবিক সাহায্য নিশ্চিত করা হবে বলেও জানানো হয় ওই প্রতিবেদনে।

ইজরায়েলের বড় পরিকল্পনা

আল জাজিরার সাথে কথা বলার সময় ইজরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী 7 অক্টোবরের মধ্যে গাঁজা শহর থেকে ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা হয়েছে। পরবর্তীতে ওই শহরে থাকা হামাস যোদ্ধাদের শেষ করতে স্থল অভিযান চালাবে ইজরায়েল।

অবশ্যই পড়ুন: ট্যারিফ রফা না হওয়া পর্যন্ত ভারতের সাথে কোনও বাণিজ্য আলোচনা নয়! আরও কড়া ট্রাম্প

উল্লেখ্য, আলজাজিরার এক সাংবাদিক নাকি জানিয়েছেন, গাজা দখলের ইঙ্গিত বহুদিন থেকেই দিয়ে আসছে ইজরায়েল। অবশেষে সেই পদক্ষেপ বাস্তবায়িত হতে চলেছে। ওই ব্যক্তি বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজা দখলের প্রস্তাবে নাকি সবুজ সংকেত দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সেই সূত্রেই, ইজরায়েলের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আমরা গাজায় নিয়ন্ত্রণ কায়েম করতে চাই। তবে সেখানে সরকার গঠনের কোনও উদ্দেশ্য নেই আমাদের।

Leave a Comment