বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাইক, স্কুটার অথবা চারচাকা থাকলে সাবধান। বাজারে প্রতারণার নতুন জাল বিছিয়েছে জালিয়াতরা। কলকাতা পুলিশের তরফে সতর্ক করে জানানো হচ্ছে, ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণার পর এবার ট্রাফিক আইন ভাঙার ভুয়ো নোটিস পাঠিয়ে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে প্রতারক দল। এবার শহরবাসীকে সেই প্রতারণার হাত থেকে বাঁচাতেই প্রচার চালাচ্ছে কলকাতা পুলিশ।
ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে… ভুয়ো নোটিস থেকে সাবধান
সূত্রের খবর, নতুন প্রতারক দল মূলত চারচাকা বা দুই চাকার চালকদেরই টার্গেট করছে। জানা গিয়েছে, শহরের নানা প্রান্তে ঘুরে বেড়ানো গাড়ি গুলিকে নজরে রাখছে তারা। সেই সাথেই, কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলের চারচাকা বা দু’চাকার মালিকদের ফোনে একটি ভুয়ো নোটিস পাঠাচ্ছে প্রতারক দল।
মোবাইল নম্বরে আসা ওই নোটিসে লেখা থাকছে, এই কাজ না করলে আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে। পুলিশ সূত্রে খবর, সাধারণ মানুষকে এমন সব ভুয়ো মেসেজ পাঠানোর পর সরাসরি কল করে তাদের ভয় দেখানোর চেষ্টা করছে তারা। শুধু কি তাই? খোঁজ নিয়ে জানা গেল, ট্রাফিক আইন ভাঙার মতো বিষয়গুলিকে কারণ হিসেবে দেখিয়ে কেস মিটমাট করার জন্য ওটিপি চাইছে জালিয়াতরা। আর একবার সেই ফাঁদে পা দিয়ে তা দিয়ে দিলেই নিমেষে অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে আমজনতার। সে কারণেই এবার বিবৃতি জারি করে সতর্ক করল কলকাতা ট্রাফিক পুলিশ।
কলকাতা পুলিশের বড় বার্তা
Zee 24 ঘণ্টার রিপোর্ট অনুযায়ী, প্রতারকদের নতুন ট্রাফিক স্ক্যম নিয়ে জনসাধারণকে সতর্ক করতে এবার সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। ওই বিবৃতিতে জানানো হচ্ছে, ট্রাফিক আইন ভাঙা নিয়ে প্রতারকদের একটি ভুয়া নোটিসের বিষয় সকলকে সতর্ক থাকতে অনুরোধ করছি। অনেকেই এই নোটিশ পাচ্ছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ভুল করেও এই নোটিসের উত্তর দেবেন না। পাশাপাশি ওই নোটিসে থাকা লিঙ্কে ক্লিক করলে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে বলেও সতর্কবার্তা দেওয়া হচ্ছে।
অবশ্যই পড়ুন: বেটিং অ্যাপের হয়ে প্রচার, প্রতারণার অভিযোগ! ইডির দফতরে শিখর ধাওয়ান
প্রসঙ্গত, দীর্ঘ বেশ কয়েক দিন ধরেই ট্রাফিক আইন ভঙ্গের নোটিস থেকে শুরু করে ইলেকট্রিক বিল নিয়ে স্ক্যামের মতো একাধিক ঘটনায় বারবার শহরবাসীকে সতর্ক করে আসছে কলকাতা পুলিশ। প্রশাসনের তরফের সাফ জানানো হচ্ছে, কোনও অপরিচিত মোবাইল নম্বর কিংবা মেইল থেকে আসা লিঙ্কে ক্লিক করা যাবে না। আসলে প্রশাসনিক কঠোরতার মাঝে প্রতারকরা যেভাবে প্রতারণার নতুন নতুন জাল বিস্তার করছে তাতেই কার্যত কপালে চিন্তার ভাঁজ পড়েছে পুলিশ কর্তাদের।