গাড়ি, বাড়ি, সম্পদ সবকিছুই বাজেয়াপ্তর নির্দেশ! কত টাকার মালিক শেখ হাসিনা?

Sheikh Hasina Net Worth

সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল জুলাই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এমনকি সেই সঙ্গে মৃত্যুদণ্ড পেয়েছেন ওপার বাংলার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে আদালত তাঁদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন জাগছে, হাসিনা ও কামালের মোট সম্পদের পরিমাণ (Sheikh Hasina Net Worth) কত? জানতে চোখ রাখুন প্রতিবেদনটির উপর।

কত টাকার মালিক শেখ হাসিনা?

ওপার বাংলার সংবাদমাধ্যম প্রথম আলোর এক রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাসিনা প্রার্থী হয়েছিলেন গোপালগঞ্জ-৩ এবং কামাল প্রার্থী হয়েছিলেন ঢাকা-১২ থেকে। সেই সময় তাদের নিজেদের সম্পদ সম্পর্কে হলফনামা জানিয়েছিলেন তাঁরা। সংবাদমাধ্যম অনুযায়ী খবর, মোট ৪ কোটি ৩৪ লক্ষ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি ছিল শেখ হাসিনার। এমনকি সেই সময় তাঁর হাতে নগদ ২৮.৫ হাজার টাকা ছিল। আর ব্যাঙ্ক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে জমা ছিল প্রায় ২ কোটি ৩৯ লক্ষ টাকা। পাশাপাশি ২৫ লক্ষ টাকা সঞ্চয় এবং ৫৫ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট ছিল শেখ হাসিনার।

রিপোর্ট অনুযায়ী, হাসিনার তিনটি গাড়িও রয়েছে। যার মধ্যে একটি উপহারে পাওয়া আর বাকি দুটির দাম মোটামুটি ৪৭ লক্ষ টাকার কাছাকাছি। পাশাপাশি ১৩ লক্ষ ২৫ হাজার টাকা সোনার গয়নাও রয়েছে। এছাড়া টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, গাজীপুর ও রংপুরে হাসিনাদের মোট ১৫.৩ বিঘা কৃষিজমি রয়েছে। পাশাপাশি প্রায় ৭.৫ লক্ষ টাকার আসবাবপত্র রয়েছে তাঁর। শুধু তাই নয়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিন তলার একটি বাড়ি রয়েছে হাসিনার নামে। আর গাজীপুরে ৯ বিঘা জমির উপর একটি বাগানবাড়িও রয়েছে। এদিকে ঢাকার পূর্বাচলে হাসিনার নামে ৩৫ লক্ষ টাকার জমি রয়েছে।

উল্লেখ্য, হাসিনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর পুত্র, কন্যা, বোন এবং বোনের সন্তানদের প্রত্যেকের নামেই পূর্বাচলে ১০ কাঠা করে প্লট কিনে দিয়েছিলেন। সব মিলিয়ে তাঁর পরিবারের ছয়জনের মোট ৬০ কাঠা জমি অনৈতিকভাবেই রয়েছে বলে খবর। এমনকি সেসব নিয়ে আগলাতে আজও মামলা বিচারাধীন।

আরও পড়ুনঃ সংরক্ষণ বন্ধ হবে তপশিলি জাতির? বড় মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির

আসাদুজ্জামান খান কামালের সম্পদের পরিমাণ কত?

অন্যদিকে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামেও আছে প্রচুর সম্পদ। কারণ, ২০২৪ এর নির্বাচনের আগে তাঁর ফিক্সড ডিপোজিট এবং সঞ্চয় মিলিয়ে মোট ২ কোটি ১ লক্ষ টাকা ছিল। এদিকে ব্যাঙ্কে ৮২ লক্ষ টাকা নগদ ছিল। পাশাপাশি বন্ড এবং শেয়ারে ২৪ লক্ষ টাকা ছিল। আর ৮৪ লক্ষ টাকার নগদ অর্থ ছিল তাঁর হাতেই। জানা যাচ্ছে, আসাদুজ্জামানের দু’টি গাড়িও রয়েছে। যার দাম দেড় কোটি টাকার বেশি। আর আসবাবপত্র এবং বৈদ্যুতিক ডিভাইস মিলিয়ে মোটামুটি ২ লক্ষ টাকার জিনিস রয়েছে। কাজেই সব মিলিয়ে মোটামুটি তিনি ১০ কোটি ২৫ লক্ষ টাকার সম্পদের মালিক।

Leave a Comment