প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে ২৬ এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখেই ভোট প্রচারের জোড় প্রস্তুতিতে নেমেছে রাজনৈতিক দলগুলি। এমতাবস্থায় রাজ্য পুলিশে দেখা গেল ব্যাপক রদবদল! ১৬৮ জন পুলিশকর্তাকে বদলি করা হয়েছে এক লহমায়। আর সেই তালিকায় এবার নাম উঠে এল বোলপুর থানার আইসি লিটন হালদারের (Bolpur IC Liton Halder)।
বদলির তালিকায় উঠে এল লিটন হালদার
কয়েকমাস আগে আইসি লিটন হালদারকে গালিগালাজ করেছিলেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। আর সেই অডিও সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়ে গিয়েছিল। যদিও দলের তরফে অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছিল। এমনকি মামলাও দায়ের করে পুলিশ। তারপরেই থেকেই বেশ চর্চায় ছিলেন এই আইসি লিটন হালদার। আর এবার এই ঘটনার কয়েকমাস কাটতে না কাটতেই ফের রাজ্য পুলিশে ব্যাপক রদবদল দেখা গেল। বদলি করার তালিকায় উঠে এল বোলপুর থানার আইসি লিটন হালদারের নাম। জানা গিয়েছে তাঁকে বোলপুর তাঁকে পাঠানো হয়েছে জলপাইগুড়িতে।
কোথায় ট্রান্সফার করা হচ্ছে বোলপুরের আইসিকে?
রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ বুধবার রাতে একটি নির্দেশিকা জারি করা হয় রাজ্য পুলিশের পক্ষ থেকে। যেখানে দেখা যায় ১৬৮ জন পুলিশকর্তাকে বদলি করা হয়েছে। যেখানে অন্যতম হলেন লিটন হালদার। তাঁকে বোলপুর থেকে সোজা জলপাইগুড়িতে ট্রান্সফার করা হয়েছে। জানা গিয়েছে সেখানকার ডিআইবির ইন্সপেক্টর পদে পাঠানো হয়েছে তাঁকে। এছাড়াও আরও একাধিক থানার আধিকারিকদের বদল করা হয়েছে। ঝাড়গ্রাম থেকে শুরু করে বীরভূমের পুলিশ আধিকারিকদের বদলি করা হয়েছে। এছাড়াও রয়েছে দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার আধিকারিকরাও। তবে লিটন হালদারের এই বদলি মেনে নিতে পারছে না বিরোধী দল।
আরও পড়ুন: চোখ চুরি নয়, সব কাণ্ড ইঁদুরের! বারাসতের ঘটনায় প্রকাশ্যে এল ময়না তদন্তের রিপোর্ট
বোলপুরের আইসির বদলি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, যিনি নোংরা ভাষায় আক্রমণ করলেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না। উলটে পুলিশকর্তাকে বদলি করা হল। যদিও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এটি শুধুমাত্র রুটিন প্রক্রিয়া। শুধুমাত্র বোলপুরের আইসি নন, একাধিক পুলিশকর্তাকে বদলি করা হয়েছে। যেমন সিউড়ির আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে হাওড়া জিআরপিতে। আর রামপুরহাট থানার আইসি সুকমল ঘোষকে হাওড়া পুলিশ কমিশনারেটে বদলি করা হয়েছে