প্রীতি পোদ্দার, কলকাতা: গত রবিবার RSS-ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ ব্রিগেডে বিশাল গীতাপাঠের (Gita Path Event) আয়োজন করা হয়েছিল। সেখানে প্রায় ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠ হয়েছে। আর সেই বহু মানুষের সমাগমে ব্রিগেডে খাবার বিক্রি করতে হাজির হয়েছিলেন দুই বিক্রেতা আরামবাগের বাসিন্দা শেখ রিয়াজুল এবং তপসিয়ার মহম্মদ সালাউদ্দিন। অভিযোগ তাঁরা ধর্মীয় অনুষ্ঠানের মাঝে চিকেন প্যাটিস বিক্রি করেছেন। যা নিয়ে তুমুল শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এবার সেই বিক্রেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার দাবি জানিয়ে লালবাজারে লিখিত অভিযোগ জমা দিলেন দুই তরুণ হিন্দুত্ববাদী আইনজীবি।
চিকেন প্যাটিস বিক্রেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ বৃহস্পতিবার, হিন্দু সংহতির লিগ্যাল সেলের অগ্রগণ্য সদস্য তথা আইনজীবী অমিত রায় ও বিরাজ বিশ্বাস এদিন গত ৭ ডিসেম্বর ব্রিগেডে ওই চিকেন প্যাটিস বিক্রেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তাঁরা। দুই আইনজীবির দাবি, ওইদিন অভিযুক্ত বিক্রেতা ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন। যা গীতা পাঠের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মত বিষয় ছিল। তাই সেই চিকেন প্যাটিস বিক্রেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার দাবি জানিয়ে তারা লিখিত অভিযোগ জমা দেন লালবাজারে। আর তাতেই বেশ খুশি একাংশ।
মারধরের অভিযোগে গ্রেপ্তার ৩
গীতাপাঠের দিন, রবিবার ময়দানে দুই প্যাটিস বিক্রেতাকে যে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছিল সেই মারধরের ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। যেখানে দেখা গিয়েছে, চিকেন প্যাটিস বিক্রির জন্য মারধর করা হচ্ছে এবং বিক্রেতাদের বাক্স থেকে সব প্যাটিস ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে। এই ঘটনায় ময়দান থানায় জোড়া এফআইআর দায়ের করেছিল দুই বিক্রেতাই। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯ (২), ১২৬ (২), ১১৫ (২), ২৯৯, ৩৫১ (৩), ৩২৩ (২) ধারায় মামলা রুজু হয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতে আজ তিনজনকে গ্রেফতার করেছে ময়দান থানার পুলিশ। ধৃতরা হলেন, সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য এবং স্বর্ণেন্দু চক্রবর্তী।
আরও পড়ুন: মহুয়াই সব বোঝালেন মমতা! কৃষ্ণনগরের সভায় ডাক পেলেন না সাংসদ বিরোধী চার নেতা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সৌমিক গোলদার উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দা, তরুণ ভট্টাচার্যের বাড়ি হুগলির উত্তরপাড়ায় এবং স্বর্ণেন্দু চক্রবর্তী অশোকনগরের বাসিন্দা। রবিবারের এই চাঞ্চল্যকর পরিস্থিতি মূলক ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে প্রকাশ্যে এত বড় অনুষ্ঠানে কীভাবে এমন ঘটনা ঘটল, নিরাপত্তার ত্রুটি কোথায়? এই প্রসঙ্গে নাম প্রকাশ্যে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, “অভিযোগ পেয়ে তদন্ত করা হয়েছে। গ্রেফতারও হয়েছে। বাকিটা দেখা হচ্ছে।”