গুজরাটে জেলের মধ্যেই প্রাণঘাতী হামলা ধৃত জঙ্গি ডাক্তারের উপর! বেধড়ক মারধর

Sabarmati Jail

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: দিল্লির লালকেল্লায় বিস্ফোরণ কাণ্ড নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এমতাবস্থায় মারণ বিষ রাইসিন ব্যবহার করে দেশে গণহত্যার ষড়যন্ত্রে গ্রেপ্তার করা হয়েছিল চিকিৎসক মহিউদ্দিন সইদকে। কিন্তু তার উপর এবার সবরমতী জেলের (Sabarmati Jail) মধ্যেই প্রাণঘাতী হামলা করে বসল বাকি তিন বন্দী। কড়া নিরাপত্তার মধ্যেও বেধড়ক মারধর করা হল। শুরু হল তদন্ত।

আচমকা হামলা বন্দী মহিউদ্দিন সইদের ওপর!

গত ৮ নভেম্বর গুজরাটের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল তিন সন্দেহভাজন চিকিৎসককে। অভিযোগ ছিল, মারণ বিষ রাইসিন ব্যবহার করে দেশে ভয়ংকর গণহত্যার ছক কষেছিল তারা। আর সেই ধৃত তিন জনের মধ্যে অন্যতম ছিলেন মহিউদ্দিন সইদ। তাঁকে এইমুহুর্তে রাখা হয়েছে গুজরাটের সবরমতীর হাই সিকিউরিটি জেলে। রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ মঙ্গলবার জেলে জঙ্গি চিকিৎসক আহমেদ মহিউদ্দিন সইদকে বেধড়ক মারধর করল অন্য তিন বন্দি। আচমকা এইভাবে তার উপর হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। এরপরেই শুরু হয়েছে তদন্ত।

জেলের মধ্যেই চিকিৎসা আহতের

সবরমতী জেল সুপার গৌরব আগরওয়াল জানিয়েছেন, বন্দি মহিউদ্দিন সইদকে গ্রেফতারের পর জেলের কড়া নিরাপত্তাধীন কক্ষেই আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু যথেষ্ট নিরাপত্তা থাকা সত্ত্বেও ওই সন্দেহভাজন জঙ্গির উপর হামলার ঘটনা ঘটে যায়। যে তিন বন্দি এই হামলার ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে নতুন করে FIR দায়ের করা হয়েছে। এইমুহুর্তে গোটা ঘটনার তদন্ত চলছে। এমনকি জেলের মধ্যেই আহত মহিউদ্দিন সইদ এর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তিনি আপাতত সুস্থ আছেন বলেই জেলের কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। পাশাপাশি ফের যাতে এই ধরনের ঘটনা পুনরায় না ঘটে তার জন্য ‘হাই প্রোফাইল’ বন্দিদের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: মালবাজারে বাড়ির উঠোনে BLO-র ঝুলন্ত দেহ! SIR-র চাপে আত্মহত্যা, দাবি পরিবারের

প্রসঙ্গত, ATS-এর তরফে জানানো হয়েছে , ধৃত চিকিৎসক বছর ৩৫ এর মহিউদ্দিন সইদ হায়দরাবাদের বাসিন্দা ছিলেন এবং চিন থেকে MBBS পাশ করেছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন, বড়সড় জঙ্গি হামলার পরিকল্পনা করছিলেন ধৃত চিকিৎসক। তিনি ক্যাস্টর অয়েল থেকে রাইসিন নিষ্কাশনের প্রাথমিক গবেষণা চালাচ্ছিলেন। এই প্রোটিনজাত রাসায়নিকটি অত্যন্ত বিষাক্ত, এবং অল্প পরিমাণেও প্রাণঘাতী হতে পারে। জানা গিয়েছে, তিনি গত ছ’মাসে দিল্লির আজাদপুর মণ্ডি, আমদাবাদের নারোদা ফলের বাজার এবং লখনউয়ের RSS-এর দফতরে রেকি চালিয়েছিলেন। তখনই এই ভিড়ভাট্টার জায়গাগুলিকে বেছে নিয়েছিলেন তিনি।

Leave a Comment