গুজরাতে স্কুলের মধ্যেই ছাত্রকে কুপিয়ে খুন আরেক পড়ুয়ার! গ্রেফতার নাবালক

Class 10 Student Death Ahmedabad News

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্কুলের মধ্যেই এক দশম শ্রেণীর ছাত্রকে কুপিয়ে হত্যা করল তাঁরই স্কুলের নবম শ্রেণীর পড়ুয়া। ঘটনাস্থল, গুজরাতের আহমেদাবাদ। TV 9 গুজরাতির রিপোর্ট অনুযায়ী, খুনের দায়ে অভিযুক্ত ওই নবম শ্রেণীর পড়ুয়া ইসলাম সম্প্রদায়ভুক্ত।

অন্যদিকে তাঁর হাতে যে খুন হয়েছে, সেই দশম শ্রেণীর পড়ুয়া অর্থাৎ নয়ন সিন্ধি সম্প্রদায়ের। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আহমেদাবাদের ওই স্কুল চত্বরে। পড়ুয়ার মৃত্যুর খবর পেতেই বুধবার স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষুব্ধ অভিভাবকরা। স্কুল চত্ত্বর ঘিরে ফেলেন হিন্দুত্ববাদী সংগঠনের অনেকেই।

স্কুলে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা

রিপোর্ট অনুযায়ী, দশম শ্রেণীর ছাত্র খুনের ঘটনায় বুধবার সকালে স্কুল চত্বরে উপস্থিত হন ক্ষুব্ধ অভিভাবকদের একটা দল। পাশাপাশি এদিন স্কুলের বাইরে ভিড় জমিয়েছিলেন সিন্ধি সম্প্রদায়ের মানুষজন। সূত্রের খবর, অভিভাবকদের মুখ থেকে ছাত্র হত্যার খবর পেতেই স্কুলে হাজির হয়েছিলেন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা।

এরপরই তাঁরা সকলে মিলে জোর জবরদস্তি স্কুলে ঢুকে ভাঙচুর চালান বলেই অভিযোগ। জানা যায়, অভিভাবক থেকে শুরু করে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা ক্ষুব্ধ হয়ে স্কুলে ভাঙচুর চালানো শুরু করলে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন ওই বিদ্যালয়ের বেশ কয়েকজন কর্মী।

এদিকে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠলে পুলিশকে খবর দেন স্থানীয়রা। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ কর্মীদের একটা বড় দল। সূত্রের যা খবর, প্রশাসনের তৎপরতায় আপাতত পরিস্থিতি স্বাভাবিক।

অবশ্যই পড়ুন: ওয়ানডে খেলতে নামার আগেই ICC-র তরফে বড় ঝটকা খেল রোহিত, বিরাট!

প্রসঙ্গত, দশম শ্রেণীর পড়ুয়া খুনের ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ক্ষিপ্ত অভিভাবকদের একটা বড় অংশ দশম শ্রেণীর পড়ুয়া নয়নের মৃত্যুর ঘটনায় স্কুল প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ শানিয়েছেন। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্যও পুলিশের কাছে অনুরোধ করেছে ছাত্রদের অভিভাবক থেকে শুরু করে হিন্দুত্ববাদী সংগঠনের একটা বড় অংশ।

Leave a Comment