গুলি ছুঁড়ে স্বাধীনতা দিবস উদযাপন পাকিস্তানে! মৃত ৩, আহত কমপক্ষে ৬০

60 injured, three dead in Pakistan Independence Day celebrations

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়েই পাকিস্তানে বিপত্তি! শূন্যে গুলি ছুঁড়ে সেলিব্রেশন করতে গিয়ে মৃত্যু হয়েছে অন্তত 3 পাকিস্তানি নাগরিকের।
আহত হয়েছেন কমপক্ষে 60 জন। যে খবর নিশ্চিত করেছে পাক সংবাদমাধ্যম জিও নিউজ।।

স্বাধীনতা দিবসের দিনই প্রাণ দিলেন পাক নাগরিকরা

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, স্বাধীনতা দিবসের দিন সেজে উঠেছিল চারিদিক। করাচির বিভিন্ন জায়গায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল নানান বিচিত্রা অনুষ্ঠান। জানা যায়, এদিন স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে শূন্যে গুলি ছুঁড়ছিলেন কয়েকজন পাক নাগরিক।

স্বাধীনতা দিবসের সেলিব্রেশন দেখতে হঠাৎ বেরিয়ে আসে আজিজাবাদের আট বছরের এক শিশু। এরপরই হঠাৎ একটি গুলি গিয়ে লাগে তাঁর শরীরে। চামড়া ফুঁড়ে বেরিয়ে যায় বুলেট। এরপরই মাটিতে লুকিয়ে পড়ে শিশুটি। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এছাড়াও ঠিক একইভাবে স্বাধীনতা দিবস উদযাপনের সময় পাকিস্তানের কোরাঙ্গি এলাকার স্টিফেন নামক এক যুবকের মৃত্যু হয়েছে। তবে এই দুই জায়গা ছাড়াও করাচির বিভিন্ন অঞ্চলে স্বাধীনতা দিবস উদযাপনের ঘটনাকে কেন্দ্র করে উঠে এসেছে স্থানীয়দের আহত হওয়ার খবর। ইতিমধ্যেই আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সব মিলিয়ে, এখনও পর্যন্ত স্বাধীনতা দিবস উদযাপনে মৃত্যু হয়েছে 3 পাকিস্তানির।

একাধিক রিপোর্ট অনুযায়ী, স্বাধীনতা দিবস উদযাপন ঘিরে পাকিস্তানে ইতিমধ্যেই 60 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বর্তমানে তাদের প্রত্যেকেরই চিকিৎসা চলছে বলেই খবর। তবে এই ঘটনা যে পাকিস্তানে এটাই প্রথম তেমনটা নয়। এর আগে 2024 সালে শূন্যে গুলি ছুঁড়ে স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 95 জন আহত হয়েছিলেন।

অবশ্যই পড়ুন: কলকাতা লিগে বুধবারের ম্যাচে অংশ না নেওয়ায় শাস্তি পাবে মোহনবাগান?

উল্লেখ্য, শূন্যে গুলি চালিয়ে স্বাধীনতা দিবস উদযাপনে হতাহতের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। জিও নিউজের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়ে 33 জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয় অভিযুক্তদের কঠোর শাস্তির প্রতিশ্রুতিও দিয়েছে করাচি পুলিশ।

Leave a Comment