বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ বিহারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ (Bihar Assembly Election Result 2025)। তবে চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই লালু প্রসাদের গড়ে ফের উঠলো গেরুয়া ঝড়। শুক্রবার সকাল থেকে ভোট গণনা পর্ব যত এগিয়েছে, ততই সংখ্যায় বিরোধীদের পেছনে ফেলেছে বিজেপি নীতিশের জোট NDA। এই মুহূর্তে ভোট গণনা যে পর্যায়ে তাতে জয়ের গন্ধ পাচ্ছে ভারতীয় জনতা পার্টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য যত আসন প্রয়োজন, তার থেকে অনেক বেশি আসনে এগিয়ে রয়েছে শাসক জোট। অন্যদিকে, শত প্রচার, প্রতিশ্রুতির বন্যা বইয়েও মানুষের মন বুঝতে কার্যত ব্যর্থ রাহুল-তেজস্বীর মহাগটবন্ধন।
এক নজরে এখনও পর্যন্ত বিহারের ফলাফল
বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে জোরকদমে। যত দ্রুত সম্ভব ফলাফল প্রকাশ করা যায় সেদিকেই নজর রয়েছে কর্মীদের। তবে প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত হওয়া গণনার রিপোর্ট অনুযায়ী, শাসক জোটের খাতায় গিয়েছিল 190টি আসন। অন্যদিকে রাষ্ট্রীয় জনতা দল নেতৃত্বাধীন মহাজোট পেয়েছিল মাত্র 50টি আসন। বাকি তিনটি আসন পেয়েছে অন্যান্যরা। শুক্রবার সকাল থেকেই একক সংখ্যাগরিষ্ঠতার নিরিখে কখনও বিজেপি কখনও আবার এগিয়ে থেকেছে JDU।
প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত, বিহারে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়েছিল নিতিশ কুমারের দল। তাদের খাতায় উঠেছিল 82টি আসন। অন্যদিকে বিজেপির খাতায় ছিল 78টি আসন। এদিকে RJD পেয়েছিল 34টি আসন, LJP পেয়েছিল 22টি আসন, কংগ্রেসের খাতায় উঠেছিল 7টি, সিপিএম পেয়েছিল 4টি। ভোট গণনার দিকে সকাল থেকে যারা চোখ রেখেছেন তারা জানবেন, সময়ের সাথে সাথে ক্রমশ নিজেদের অবস্থান শক্ত করছে JDU, বিজেপির শাসক জোট। এখন দেখার শেষ পর্যন্ত ঠিক কত আসন নিয়ে বিহারের ক্ষমতা দখল করে মোদি-নীতিশের NDA।
বিহারের গণনায় বাংলাকে বার্তা বিজেপির
সকাল 11 টার কিছু সময় পর ভোট গণনার ফলাফল গেরুয়া ঝড়ে রূপান্তরিত হলে জয়োল্লাস শুরু হয় বিহারের রাজপথে। NDA ক্রমশ ব্যবধান বাড়ানোয় সকাল থেকেই একেবারে ঢাকঢোল নিয়ে রাস্তায় নেমে পড়েছেন JDU সমর্থকরা। আর এসবের মাঝেই নিজেদের অবস্থান শক্ত করে বাংলার উদ্দেশ্যে বড় বার্তা দিয়েছে গেরুয়া শিবির। বিহারে সবচেয়ে বেশি আসনে এগিয়ে থেকে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহারের বেগুসরাই কেন্দ্রের বিজেপি বিধায়ক গিরিরাজ সিং সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় একেবারে সাফ বললেন, “এখানে আমাদের জয় হয়েছে। এবার বাংলার পালা।”
অবশ্যই পড়ুন: ইডেন টেস্টেই কামব্যাক! ৬৫১ দিন পর দলে ফিরলেন ভারতের তারকা অলরাউন্ডার
উল্লেখ্য, বিহারজুড়ে ক্রমশ ক্ষমতা বাড়াচ্ছে শাসক জোট। এদিকে শুরুর দিকে কিছুটা এগিয়ে থাকলেও সময়ের সাথে তাল মিলিয়ে ক্রমাগত পিছিয়ে পড়ছে মহাজোট। শুধু তাই নয়, সকাল 11 টা বেজে 18 মিনিট নাগাদ বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবও আসনের নিরিখে পিছিয়ে পড়েন। আর এসবের মাঝে তৃতীয় রাউন্ড শেষ হওয়ার পরই মাথায় হাত পড়ে গিয়েছে মহাজোটের। বেলা গড়াতে পরিস্থিতি যা তাতে পুনরায় বিহারের মসনদে নীতিশ কুমারের প্রত্যাবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা।