গোয়ার নাইটক্লাবে সিলিন্ডার বিস্ফোরণ, বিধ্বংসী আগুনে ঝলসে মৃত কমপক্ষে ২৫

goa nightclub blast

সহেলি মিত্র, কলকাতা: বছর শেষ হওয়ার আগে বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেল গোয়ায়। একটি নাইটক্লাবে বিধ্বংসী বিস্ফোরণের (Goa Nightclub Blast) জেরে মৃত্যু হল বহু মানুষের। হ্যাঁ ঠিকই শুনেছেন। শনিবার গভীর রাতে উত্তর গোয়ার একটি নাইটক্লাবে সিলিন্ডার বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই রান্নাঘরের কর্মী, যাদের মধ্যে তিনজন মহিলাও ছিলেন। যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটকও রয়েছেন বলে জানা গেছে। রাজ্যে বর্তমানে পর্যটন মরসুম চলছে। আর এই সময়েই এমন দুর্ঘটনা ঘটে গেল।

গোয়ার নাইটক্লাবে আগুনে মৃত কমপক্ষে ২৫

জানা গিয়েছে, গোয়ার আরপোরা জনপ্রিয় পার্টি স্পট বার্চ বাই রোমিও লেনে মধ্যরাতের পর আগুন লাগে। নাইটক্লাবটি গত বছরই খোলা হয়েছিল। গোয়ার পুলিশ প্রধান অলোক কুমার জানিয়েছেন যে সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত অবধি পর্যবেক্ষণ করে বলেছেন যে আগুনের কারণ সিলিন্ডার বিস্ফোরণ। তিনি বলেছেন যে ২৫ জনের মধ্যে তিনজন পুড়ে মারা গেছেন, বাকিরা শ্বাসরোধে মারা গেছেন। প্রাথমিক তথ্য অনুসারে, নাইটক্লাবটি অগ্নি নিরাপত্তা নিয়ম মেনে চলেনি।

গোয়া পুলিশ ঘটনার খবর নিশ্চিত করে জানিয়েছে, উত্তর গোয়ার আরপোরায় রোমিও লেনের কাছে বার্চে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে চারজন পর্যটক, ১৪ জন কর্মী এবং সাতজনকে এখনো অবধি শনাক্ত করা হয়েছে। ছয়জন আহত হয়ে চিকিৎসাধীন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। পুলিশ এবং দমকল বিভাগের তদন্ত চলছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরপোরার মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে আমার সাথে কথা বলেছেন। আমি তাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছি। এই কঠিন সময়ে গোয়া সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে।”

ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

এদিকে এহেন মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। গোয়ার আরপোরা দুর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়দের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতরা ৫০,০০০ টাকা পাবেন। অপরদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর গোয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “উত্তর গোয়া জেলার মর্মান্তিক অগ্নিকাণ্ডে আমি গভীরভাবে শোকাহত, যেখানে অনেক মূল্যবান জীবন চলে গিয়েছে। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। এই কঠিন সময়ে তারা যেন সাহস পান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

Leave a Comment