গৌতম গম্ভীরের অপছন্দ? এই কারণেই ভারতীয় দলের একাদশে সুযোগ পাচ্ছেন না কুলদীপ যাদব

Aakash Chopra On Kuldeep Yadav, Aakash Chopra, Kuldeep Yadav, Varun Chakaravarthy, Asia Cup 2025, YouTube,

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আচমকা উইকেট তুলে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। ফর্মে যে একেবারেই নেই তেমনটাও নয়। কিন্তু তা সত্বেও ভারতীয় দলের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশ থেকে বাদ পড়ছেন তিনি। সম্প্রতি, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের 5 টেস্টের কোনওটিতেই টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। কিন্তু কেন?

ভারতের বহু প্রাক্তন ক্রিকেটার বেঞ্চে বসিয়ে না রেখে কুলদীপ যাদবকে খেলানোর কথা বললেও তাতে কান দেয়নি টিম ইন্ডিয়ার নির্বাচন কমিটি। আর এর পর থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি প্রধান কোচ গৌতম গম্ভীরের সাথে কুলদীপের কোনও সমস্যা রয়েছে? কেন তাঁকে বারবার বিশ্রামে রাখা হচ্ছে? মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।

কেন সুযোগ পাচ্ছেন না কুলদীপ যাদব?

ধারাবাহিক ভাল পারফরমেন্স সত্বেও ভারতীয় দলে কুলদীপের জায়গা না হওয়াটা একেবারেই ভাল চোখে দেখছেন না সমর্থক থেকে শুরু করে বহু অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার। কিন্তু কেন বারবার ভারতীয় দলের প্রথম একাদশ থেকে বাদ পড়ছেন তিনি? সম্প্রতি সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া জানান, গৌতম গম্ভীরের কোচিংয়ে একটা বিষয় খুব আলাদা, তিনি সেইসব বোলারদের গুরুত্ব দেন যারা ব্যাটিংয়েও পারদর্শী।

ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা সহ আরও অনেকেই রয়েছেন। মাঝে মাঝে মনে হয় হয়তো এই কারণেই প্রথম একাদশে জায়গা হচ্ছে না কুলদীপের। আকাশের সংযোজন, আমি মনে করি, কুলদীপ ভারতীয় একাদশে জায়গা পেলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

 

অবশ্যই পড়ুন: হুমকি দিয়েছিল ভারতকে, এবার বন্যা প্রতিরোধে বাঁধ ওড়াল পাকিস্তান! ভাইরাল ভিডিও

কুলদীপ যাদবের জায়গা খেয়ে নিচ্ছেন বরুণ চক্রবর্তী?

একটা সময় ছিল যখন ওয়ানডে এবং টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের হয়ে নিয়মিত মাঠে নামতেন কুলদীপ যাদব। টিম ইন্ডিয়ার হয়ে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার পর তৃতীয় বিকল্প হিসেবে তিনিই ছিলেন অন্যতম ভরসার জায়গা। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, ভারতের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে বরুণ চক্রবর্তীর আগমনের পরই নিজের জায়গা ক্রমশ হারিয়েছেন কুলদীপ। এছাড়াও টেস্ট দলে যাদবের জায়গায় বর্তমানে সুযোগ পাচ্ছেন ওয়াশিংটন সুন্দর।

Leave a Comment