গৌতম গম্ভীরের কারণেই ওয়ানডে অধিনায়কত্ব হারিয়েছেন রোহিত! বিস্ফোরক KKR প্রাক্তনী

EX KKR cricketer On Rohit Sharma ODI captaincy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত অক্টোবরে রোহিত শর্মার হাত থেকে দায়িত্ব (Rohit Sharma ODI Captaincy) ছিনিয়ে ভারতের একদিনের অধিনায়ক করা হয় শুভমন গিলকে। যা অবশ্য মেনে নিতে পারেননি হিটম্যান ভক্তরা। রোহিত ভক্তদের একটা বড় অংশ বারবার প্রশ্ন তুলেছেন গৌতম গম্ভীরের ভূমিকা নিয়ে। ভারতীয় ক্রিকেট ভক্তদের একটা বড় অংশের অভিযোগ, গৌতম গম্ভীর একেবারে ইচ্ছে করেই রোহিত শর্মাকে একদিনের অধিনায়কের পদ থেকে সরিয়েছেন! এবার কার্যত একই সুর শোনা গেল ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা KKR প্রাক্তনী মনোজ তিওয়ারির গলাতেও!

গৌতম গম্ভীরকে দুষলেন মনোজ?

স্পোর্টস তাকের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ওয়ানডে দলের নতুন অধিনায়ক গিল, তা নিয়ে অবশ্য সমস্যা নেই বাংলার প্রাক্তন ক্রিকেটারের। তবে তিনি মনে করেন, গৌতম গম্ভীর হয়তো শর্মাকে অধিনায়কের পদ থেকে সরাতে টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক অজিত আগরকরকে প্রভাবিত করেছিলেন। মনোজ তিওয়ারির বক্তব্য, গৌতম গম্ভীরের মতামতের উপর ভিত্তি করেই রোহিতকে ওয়ানডে অধিনায়ক হিসেবে রাখা হয়নি! গৌতমের মতামত নিশ্চিতভাবেই অজিত আগরকরের পছন্দ অপছন্দ কে প্রভাবিত করেছে বলেই মনে করেন তিওয়ারি।

বলাই বাহুল্য, গত 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে জিতিয়ে তারপরই 20 ওভারের ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন রোহিত শর্মা। এরপর ইংল্যান্ড সিরিজের প্রাক্কালে আচমকা লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানান হিটম্যান। তার পর পরই অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগে রোহিতকে সরিয়ে দেশের একদিনের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় শুভমন গিলের নাম। তবে বাস্তবিক অর্থে দেখতে গেলে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচের হাফ সেঞ্চুরি ছাড়া বিগত দিনগুলিতে এক দিনের ক্রিকেটে জ্বলে উঠতে পারেননি গিল।

অবশ্যই পড়ুন: U-19 বিশ্বকাপের শুরুতেই টিম ইন্ডিয়ায় ঝটকা! বাদ পড়তে পারে ম্যাচ উইনার

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজের প্রথমটিতে 26 এবং দ্বিতীয় ম্যাচে 24 রান করেই আউট হন রোহিত শর্মা। হিসেব করে দেখতে গেলে, ব্যাট হাতে ভারতীয় দলকে সেভাবে এই দুই ম্যাচে সাহায্য করতে পারেননি হিটম্যান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত ওয়ানডে সিরিজে রোহিত যেভাবে জ্বলে উঠেছিলেন সেই ছবি চলতি সিরিজে দেখা যাচ্ছে না। তবে ভক্তদের আশা হয়তো শেষ ওয়ানডেতে নিজের জাত চেনাতে পারেন শর্মা।

Leave a Comment