গ্রামবাসী মাত্র ১৫০০, এদিকে তিন মাসে সন্তান জন্মাল ২৭ হাজারের বেশি, আজব ঘটনা মহারাষ্ট্রে

Maharashtra

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই পশ্চিমবঙ্গে ২৬ এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক আবহাওয়া বেশ গরম এমতাবস্থায় আজব ঘটনা ঘটল মহারাষ্ট্রে (Maharashtra)। খাতায় কলমে যেখানে গ্রামের বাসিন্দা ১৫০০ জন সেখানে মাত্র তিন মাসের মধ্যে জন্ম ২৭ হাজারের বেশি শিশুর! এমনই চাঞ্চল্যকর পরিসংখ্যান উঠে এল মহারাষ্ট্রের শেনদুরুসানি গ্রাম থেকে। এদিকে অসামঞ্জস্য জন্মের নথি নিয়ে এবার গোলযোগ শুরু হল এলাকায়। জড়িয়ে গেল বাংলার নামও। প্রশ্নের মুখে গ্রামের প্রশাসন ব্যবস্থা।

অসামঞ্জস্যপূর্ণ জন্ম নথি মহারাষ্ট্রে

সম্প্রতি মহারাষ্ট্রে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে নথিভুক্ত হওয়া জন্ম-মৃত্যু নথি খতিয়ে দেখা হয়েছিল। সেখানেই নজরে আসে যে ইয়াবতমাল জেলার আরনি তহসিলের শেন্দুরুসানি গ্রাম পঞ্চায়েতে জন্ম হার অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছে। জানা গিয়েছে সেই গ্রামের জনসংখ্যা মাত্র ১৫০০ হলেও গত তিন মাসের মধ্যে ওই গ্রামে ২৭,৩৯৭টি শিশুর জন্ম হয়েছে বলে খবর। এমনই অবাক করা তথ্য নথিবদ্ধ হয়েছে রেকর্ডে। অসামঞ্জস্যপূর্ণ এই জন্মের পরিসংখ্যানের মাঝে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। তদন্তে করে দেখা যায়, সর্ষের মধ্যেই ভূত রয়েছে। হয়েছে একাধিক জালিয়াতি। অভিযোগ যেসব নাম নথিভুক্ত হয়েছে, তার অধিকাংশই নাকি বাংলা এবং উত্তরপ্রদেশের নবজাতক।

CRS ID-র অপব্যবহার জন্ম নথিতে

প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে সাইবার জালিয়াতির জেরে জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থা হ্যাক করে সমস্ত নথি ঘেঁটে দেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েতের সিআরএস লগইন আইডি ম্যাপ করে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঘটানো হয়েছে এই সাইবার ক্রাইম। জানা গিয়েছে, শেনদুরুসানি গ্রামের CRS ID অপব্যবহার করা হয়েছে। তবে সেখানে নয়, গ্রাম থেকে বহুদূরে মুম্বইতে বসে এই ID ব্যবহার করে জালিয়াতি হয়েছে। সেকারণেই ভিনরাজ্যের বিপুল নাম নথিভুক্ত হয়েছে শেনদুরুসানি গ্রামে। আর এখানেই প্রশ্ন, মুম্বইতে বসে কী করে গ্রামের তথ্য নাড়াচাড়া করল জালিয়াতরা? এমনকি বাংলা এবং উত্তরপ্রদেশের নামই বা কেন মহারাষ্ট্রে নথিভুক্ত হল।

আরও পড়ুন: ভারত বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ! মুস্তাফিজুরকে ছেড়ে দেবে KKR?

জন্মের নথিতে দুর্নীতির ঘটনাটি প্রকাশ্যে আসার পরই জেলা স্বাস্থ্য আধিকারিক যবতমাল সিটি থানায় অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে জেলা পরিষদের মুখ্য নির্বাহী আধিকারিক মন্দর পাতকি পঞ্চায়েত বিভাগের উপ-মুখ্য নির্বাহী আধিকারিকের নেতৃত্বে একটি তদন্ত কমিটিও গঠন করেছেন। জানা গিয়েছে এই কমিটি শেনদুরুসানি গ্রামে সরেজমিনে করে জানতে পেরেছে, নথিভুক্ত ২৭৩৯৭টি জন্ম এবং ৭টি মৃত্যুর রেকর্ডই গ্রাম পঞ্চায়েতের আওতার বাইরে। এখন খতিয়ে দেখা হচ্ছে, কী ভাবে CRS ID-তে গোলমাল করা হল এবং এই ভুয়ো নথিভুক্তিকে কাজে লাগিয়ে অন্য কোনও বেআইনি কাজ হয়েছে কি না। শেষ পাওয়া খবর অনুযায়ী ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা এবং তথ্য প্রযুক্তি আইনের অধীনে একটি মামলাও দায়ের করা হয়েছে।

1 thought on “গ্রামবাসী মাত্র ১৫০০, এদিকে তিন মাসে সন্তান জন্মাল ২৭ হাজারের বেশি, আজব ঘটনা মহারাষ্ট্রে”

Leave a Comment