সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয়কারীদের জন্য বড় খবর। এবার ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিট বা এফডিতে সুদের হার (FD Interest Rate) পরিবর্তন করল। আর এই নতুন হার 14 আগস্ট থেকেই কার্যকর হয়েছে। তবে এবার নির্দিষ্ট মেয়াদের এফডিতে গ্রাহকরা আগের তুলনায় অনেকটাই কম রিটার্ন পাবে। একইসঙ্গে ঋণের সুদের হারেও পরিবর্তন আনা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, কী কী পরিবর্তন আসলো।
কোন কোন ফিক্সড ডিপোজিটে সুদের হার কমল?
জানিয়ে রাখি, আগে যেখানে 91 দিন থেকে 120 দিন মেয়াদের এফডিতে 4% সুদ পাওয়া যেত, এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র 3.50%। পাশাপাশি 121 দিন থেকে 179 দিনের এফডিতে এবার 50 বেসিস পয়েন্ট সুদ কমানো হয়েছে। আর এখন মাত্র 3.50% হারে রিটার্ন মিলবে।
ওদিকে 2 বছরের কম মেয়াদের এফডিতে আগে 6.7% হারে সুদ দেওয়া হত। তবে এখন তা দাঁড়িয়েছে মাত্র 6.50%-এ। পাশাপাশি 2 বছর থেকে 3 বছরের কম এবং তিন বছর বা তার বেশি মেয়াদের এফডিতে 10 বেসিস পয়েন্ট সুদের হার কমানো হয়েছে। কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য আগের মতই বাড়তি 0.50% সুদ বহাল থাকছে।
444 দিনের ফিক্সড ডিপোজিটে বিশেষ অফার
তবে সুদের হার পরিবর্তনের পরেও ব্যাঙ্ক সবথেকে আকর্ষণীয় অফার দিচ্ছে 444 দিনের বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমে। হ্যাঁ, এই স্কিমে সাধারণ গ্রাহকরা 6.75% হারে সুদ পাচ্ছে এবং সিনিয়র সিটিজেনরা 7.5% হারে সুদ পাচ্ছে। এর পাশাপাশি 5 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্ক 6.20% রিটার্ন দিচ্ছে।
নতুন সুদের হার
পরিবর্তনের পর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক নিম্নলিখিত হারে নতুন সুদের হার নির্ধারণ করেছে—
- 7 দিন থেকে 14 দিন মেয়াদের জন্য 3.50%
- 15 দিন থেকে 29 দিন মেয়াদের জন্য 3.50%
- 30 দিন থেকে 45 দিন মেয়াদের জন্য 3.50%
- 46 দিন থেকে 60 দিন মেয়াদের জন্য 4%
- 61 দিন থেকে 90 দিন মেয়াদের জন্য 3.50%
- 91 দিন থেকে 120 দিন মেয়াদের জন্য 3.50%
- 121 দিন থেকে 179 দিন মেয়াদের জন্য 3.50%
- 180 দিন থেকে 279 দিন মেয়াদের জন্য 5%
- 270 দিন থেকে 1 বছরের কম মেয়াদের জন্য 5.50%
- 1 বছর মেয়াদের জন্য 6.60%
- 1 বছর থেকে 2 বছরের কম মেয়াদের জন্য 6.50%
- 444 দিন মেয়াদের জন্য 6.75%
- 2 বছর থেকে 3 বছরের কম মেয়াদের জন্য 6.50%
- 3 বছর বা তার বেশি মেয়াদের জন্য 6.20%
আরও পড়ুনঃ সেলফি তুলতে গিয়ে ভয়ানক পরিণতি! আসানসোলের কয়লা খনিতে ডুবে মৃত্যু দুই ছাত্রের
কমল ঋণের সুদের হার
তবে শুধুমাত্র ফিক্সড ডিপোজিট নয়, বরং এই ব্যাঙ্ক 15 আগস্ট থেকে ঋণের সুদের হারও অনেকটাই কমিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার MCLR রেট কমানো হয়েছে 10 বেসিস পয়েন্ট। আর নতুন হারে এখন ওভারনাইটের ক্ষেত্রে 8.5%, এক মাসের জন্য 8.30%, তিন মাসের জন্য 8.45%, ছয় মাসের জন্য 8.70% এবং এক বছরের জন্য 8.90% হারে সুদ নির্ধারণ করা হয়েছে।